মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

সেই ডর্টমুন্ডের মুখোমুখি রিয়াল

ক্রীড়া ডেস্ক

সেই ডর্টমুন্ডের মুখোমুখি রিয়াল

রিয়াল মাদ্রিদ জার্মান ক্লাব বুরুসিয়া ডর্টমুন্ডের কাছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল হেরেছিল ২০১২-১৩ মৌসুমে। অবশ্য ঠিক পরের মৌসুমেই কোয়ার্টার ফাইনালে জার্মানদের হারিয়ে প্রতিশোধ নিয়েছিল লস ব্ল্যাঙ্কোসরা। তারপরও বুরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে রিয়াল মাদ্রিদের লড়াই ভক্তদের কাছে আকর্ষণীয় হয়ে আছে এখনো। আজ আবারও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হচ্ছে দুদল। এফ গ্রুপের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে জিনেদিন জিদানের শিষ্যরা।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পর্তুগিজ ক্লাব স্পোর্টিংকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে পোলিশ ক্লাব লিগা ওয়ারশকে হারিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে অবস্থান করছে ডর্টমুন্ড। আজ জিতলে নকআউট পর্বের পথে অনেকটাই এগিয়ে যাবে রিয়াল মাদ্রিদ। জার্মানদের সামনেও অবশ্য একই সমীকরণ। এদিকে রোনালদোর সামনে হাতছানি দিচ্ছে প্রথম ফুটবলার হিসেবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গোলের সেঞ্চুরি পূর্ণ করে ইতিহাস গড়ার। তিনি ইউরোপিয়ান এলিট প্রতিযোগিতায় এরই মধ্যে ৯৪ গোল করেছেন। মেসি ৮৬ গোল করে আছেন দ্বিতীয় স্থানেই। রিয়াল মাদ্রিদের জন্য জার্মানদের মুখোমুখি হওয়াটা কঠিনই হবে। গত ম্যাচেই তারা ড্র করেছে লা পালমার সঙ্গে। জয়ের ধারায় ফিরতে বেশ কষ্টই করতে হবে লস ব্ল্যাঙ্কোসদের। ইনফর্ম ডর্টমুন্ড এখন যে কোনো দলের জন্যই ভয়ঙ্কর। এদিকে আজ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মাঠে নামছে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস। তারা ডাইনামো জাগরেবের মখোমুখি হচ্ছে। প্রথম ম্যাচে ড্র করায় বিপদেই আছে ওল্ড লেডিরা। আজ জিতলেই কেবল নকআউট পর্বের পথ পরিষ্কার হবে। ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন লিস্টার সিটি আজ পর্তুগিজ ক্লাব পোর্তোর মুখোমুখি হচ্ছে। লিস্টার সিটি প্রথম ম্যাচে জয় পেয়েছিল। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলতে এসেই তারা জয়ের পথে ছুটে চলেছে। এছাড়াও আজ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হচ্ছে মস্কো-টটেনহ্যাম, মোনাকো-লেভারকুজেন, স্পোর্টিং-লিগা ওয়ারশ, কোবেনহ্যান-ক্লাব ব্রুগ এবং সেভিয়া-অলিম্পিক লিঁও।

সর্বশেষ খবর