মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

হকির কিংবদন্তি শাহবাজ ঢাকা আসছেন আজ

ক্রীড়া প্রতিবেদক

হকির কিংবদন্তি শাহবাজ ঢাকা আসছেন আজ

হকিতে পাকিস্তান ও ভারতের সেই অবস্থান নেই। দীর্ঘদিন ধরে দুদল বিশ্বকাপ বা অলিম্পিকে সোনা জিততে পারছে না। নব্বই দশক পর্যন্ত পাকিস্তান বিশ্ব হকির শক্তিশালী দল বলেই বিবেচিত হতো। শাহবাজ আহমেদের জাদুকরী স্ট্রিক ওয়ার্ক দেখে ক্রীড়াপ্রেমীরা মুগ্ধ হয়ে যেত। ১৯৯৪ সাল থেকে ঢাকা প্রিমিয়ার হকি লিগে টানা তিন মৌসুম তিনি ঐতিহ্যবাহী মোহামেডানে খেলেন। হ্যাটট্রিক শিরোপার কৃতিত্বও পায় সাদাকালোরা।

বাংলাদেশ হকি ফেডারেশনের যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইউনুস আলী জানান দীর্ঘদিন পর হকির ম্যারাডোনাখ্যাত শাহবাজ আজ ঢাকায় আসছেন। তিনি এখন পাকিস্তান হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক। সঙ্গে আসছেন পাকিস্তান হকি ফেডারেশনের সভাপতি। অনূর্ধ্ব ১৮ এশিয়া কাপ ছাড়াও বাংলাদেশ হকি ফেডরেশনের কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে পাক কর্মকর্তাদের বৈঠকের কথাও শোনা যাচ্ছে। পাকিস্তানের আরেক খ্যাতনামা হকি খেলোয়াড় রশিদ জুনিয়র আগে থেকেই ঢাকায় অবস্থান করছেন।

সর্বশেষ খবর