বুধবার, ৫ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

প্রশংসায় ভাসছেন কোহলি

ক্রীড়া ডেস্ক

প্রশংসায় ভাসছেন কোহলি

মহেন্দ্র সিং ধোনিকে সরিয়ে দেওয়ায় টেস্ট ক্রিকেটে ভারতের ভবিষ্যৎ নিয়ে অনেকেই শঙ্কিত হয়ে পড়েছিলেন। বিশেষ করে বিরাট কোহলির হাতে নেতৃত্ব তুলে দেওয়ায় স্বয়ং শচিন টেন্ডুলকারই বলেছিলেন, কোহলি নিঃসন্দেহে উঁচুমানের ক্রিকেটার। কিন্তু টেস্টে তাকে অধিনায়ক করাটা ঠিক হয়নি। কপিল দেব বলেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তে দলের ভোগান্তি নেমে আসবে। ধোনি অবশ্য বলেছিলেন বোর্ড যোগ্য ব্যক্তিকে নেতৃত্ব দিয়েছে। ওয়ানডে বা টি-২০ ক্রিকেটে কোহলির মারমুখি ব্যাটিং দেখে ক্রিকেটপ্রেমীরা মুগ্ধ। কিন্তু নেতৃত্ব পেলেও টেস্টে তার ব্যাট সেভাবে কথা বলছে না। নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই টেস্ট জিতে সিরিজ নিশ্চিত করে। কলকাতার জেতার পর টেস্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে আসে ভারত। কিন্তু অধিনায়ক বড় অঙ্কের রান উপহার দিতে পারেনি দুই টেস্টে। তবু সমালোচকরা এখন কোহলির প্রশংসায় ব্যস্ত। কপিল বলেন, ‘কোহলির ব্যাপারে আমিও সন্দিহান ছিলাম। টেস্টে নেতৃত্ব দেওয়াটা অনেক কঠিন কাজ। এখন দেখছি তার চমৎকার নেতৃত্বে টেস্টে নতুন ভারতকে দেখা যাচ্ছে। শীর্ষে ওঠা কোনো ফ্যাক্টর নয়। কিন্তু কোহলির নেতৃত্বে ভারত যেভাবে জিতছে তার প্রশংসা করতেই হয়। তবে ব্যাটিংয়ে তাকে আরও সতর্ক হয়ে খেলতে হবে। বাজে বল খেলা একজন যোগ্য ব্যাটসম্যানের ক্ষেত্রে সত্যিই বেমানান। আমার বিশ্বাস সামনের ম্যাচে ও ব্যাটিংয়ে পারদর্শিতার পরিচয় দেবে।

ধোনি বলেন, টেস্টে শীর্ষে উঠানোর পেছনে কোহলির যোগ্য নেতৃত্ব কাজ করেছে। এ সাফল্যের জন্য অবশ্যই সে ধন্যবাদ পাওয়ার যোগ্য। আমার বিশ্বাস কোহলির নেতৃত্বে ভারত সামনে আরও সাফল্য পাবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর