সোমবার, ১০ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

মুলারের জোড়া গোলে জার্মানির জয়

ক্রীড়া ডেস্ক

মুলারের জোড়া গোলে জার্মানির জয়

গোলের পর থমাস মুলার —এএফপি

ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে সহজ জয় পেয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। থমাস মুলারের ডাবল আর টনি ক্রুজের এক গোলে জার্মানরা ৩-০ ব্যবধানে হারিয়েছে চেক প্রজাতন্ত্রকে। একইদিনে বিশ্বকাপ বাছাইপর্বে জয় পেয়েছে ইংল্যান্ডও। তারা স্টরিজ ও আলির গোলে ২-০ ব্যবধানে হারিয়েছে মাল্টাকে। ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে এছাড়াও জয় পেয়েছে রুমানিয়া। তারা ৫-০ গোলে হারিয়েছে আরমেনিয়াকে। নরওয়েকে ১-০ গোলে হারিয়েছে আজারবাইজান। জয় পেয়েছে মন্টিনিগ্রো। তারা ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে কাজাখস্তানকে। উত্তর আয়ারল্যান্ড ৪-০ গোলে হারিয়েছে স্যান মেরিনোকে। এছাড়াও স্লোভাকিয়াকে ১-০ গোলে হারিয়েছে স্লোভেনিয়া। তবে স্কটিশরা ১-১ গোলে ড্র করেছে লিথুনিয়ার সঙ্গে। ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে গ্রুপ তালিকায় শীর্ষেই অবস্থান করছে বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি। তারা দুই ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট সংগ্রহ করেছে। এফ গ্রুপে শীর্ষে রয়েছে ইংলিশরাও। তারাও দুই ম্যাচ খেলে পূর্ণ ছয় পয়েন্ট সংগ্রহ করেছে। এদিকে আজ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হচ্ছে ফ্রান্স। এ গ্রুপে বর্তমানে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে অবস্থান করছে নেদারল্যান্ডস। এই গ্রুপে ফ্রান্স আর নেদারল্যান্ডস ছাড়াও রয়েছে জ্লাতান ইব্রাহিমোভিচের সুইডেন। বিশ্বকাপের বাছাইপর্ব পাড়ি দেওয়ার জন্য ফ্রান্স আর নেদারল্যান্ডসকে কঠিন পরীক্ষাই দিতে হবে। আজকের ম্যাচ জিতে সেই পরীক্ষায় কিছুটা এগিয়ে যেতে পারে ফ্রান্স অথবা নেদারল্যান্ডস।

সর্বশেষ খবর