শিরোনাম
সোমবার, ১০ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

চট্টগ্রামে চোখ জুড়ানো মহড়া

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

খেলোয়াড়দের বহনকারী গাড়ির বহর যাচ্ছে হোটেল ‘রেডিসন ব্লু’ থেকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের অভিমুখে। বহরের সামনে পিছনে নিরাপত্তা বাহিনীর কঠোর নিরাপত্তা বলয়। খেলোয়াড়দের বহর নগরীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সামনে আসতেই ঘটে যত বিপত্তি। রাস্তায় আড়াআড়ি করে পিকআপ ভ্যান রেখে খেলোয়াড়দের গাড়ি আটকানোর চেষ্টা করে ‘জিম্মিকারীরা’। মুহূর্তের মধ্যেই শুরু হয় আইন শৃঙ্খলা বাহিনীর শ্বাসরুদ্ধকর এক অভিযান। সাউন্ড গ্রেনেড এবং ফাঁকা গুলিতে কম্পিত হয়ে ওঠে পুরো এলাকা। কয়েক মিনিটের গুলি বিনিময়। অতঃপর ব্যর্থ হয় জিম্মিকারীদের সেই প্রচেষ্টা। এটা কোনো সিনেমার শুটিং নয়। এটা ছিল খেলোয়াড়দের নিরাপত্তার দায়িত্ব পাওয়া আইন শৃঙ্খলা বাহিনীর মহড়া। গতকাল সকালে নগরীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সামনে এমন এক মনোমুগ্ধকর ও শ্বাসরুদ্ধকর মহড়া উপভোগ করে স্থানীয় লোকজন। জিম্মিকারীদের প্রচেষ্টা ব্যর্থ করে  দেওয়ার পর নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করে খেলোয়াড়দের গাড়ি বহরকে নিয়ে যাওয়া হয় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। পরে সেখানেও করা হয় আরেক দফার জিম্মিদশার থেকে মুক্ত করার মহড়া। পুলিশ কর্তারা জানান, চট্টগ্রামের অনুষ্ঠিতব্য ওয়ানডে ও টেস্ট ম্যাচের নিরাপত্তা প্রস্তুতি উপস্থাপন করা হয়েছে গতকালের ওই মহড়ায়। এতে নাশকতার মোকাবিলা করে কীভাবে সিরিজ সম্পন্ন করা যায় তা দেখানো হয়েছে। দু দল চট্টগ্রামে অবস্থানকালে ৬ স্তরের নিরাপত্তা  দেওয়া হবে। খেলা চলাকালে  স্টেডিয়ামের ১৬টি প্রবেশপথের মধ্যে ৮টি দর্শকদের প্রবেশের জন্য খুলে দেওয়া হবে। তবে দর্শকদের চাপ বেশি থাকলে প্রথম ধাপে চারটি এবং পরবর্তী ধাপে আরও চারটি প্রবেশপথ খুলে দেওয়া হবে।

মোবাইল ছাড়া অন্য কোনো ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে মাঠে প্রবেশ করা যাবে না।

ঢাকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচের পর আজ সকালে চট্টগ্রামের আসবে দু দল। আগামী ১২ অক্টোবর বাংলাদেশ ও ইংল্যান্ড দলের মধ্যকার তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। ২০ থেকে ২৪ অক্টোবর সিরিজের প্রথম টেস্ট ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহম্মেদ  চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে। টেস্ট সিরিজ শুরুর আগে ১৪ থেকে ১৫ এবং ১৬ থেকে ১৭ অক্টোবর এম এ আজিজ স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা।

সর্বশেষ খবর