শনিবার, ১৫ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

তবু মরগানই অধিনায়ক

ক্রীড়া ডেস্ক

তবু মরগানই অধিনায়ক

ইংল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশ সফরে এসেছে। কিন্তু নিরাপত্তার শঙ্কায় আসেননি এডউইন মরগান। নিয়মিত অধিনায়ককে ছাড়াই ইংলিশরা ওয়ানডে সিরিজ খেলে ফেলেছেন। জস বাটলারের নেতৃত্বে ২-১ ব্যবধানে সিরিজও জিতে নিয়েছেন তারা। তাহলে কি আসন্ন ভারত সফরে ইংল্যান্ডের ওয়ানডে দলে বাটলারই নেতৃত্বে থাকবেন? না, সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন সহকারী কোচ পল ফারব্রেস। তিনি জানিয়েছেন, ভারতের বিপক্ষে মরগান দলকে নেতৃত্ব দেবেন।

সফরে আগেই বাংলাদেশের নিরাপত্তা নিয়ে সন্তোষ প্রকাশ করেন ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ডের প্রধান নিরাপত্তা কর্মকর্তা রেক ডিকাসন। তার নিশ্চয়তা পেয়ে ইংল্যান্ড দল সফরে এসেছে। কিন্তু মরগান ও ওপেনার অ্যালেক্স জেনস তাতেও সন্তুষ্ট হতে পারেননি। সফর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন তারা। এমন সিদ্ধান্তে অবাক হয়েছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটাররা। সাবেক অধিনায়ক মাইকেল ভনের চোখে মরগানের এ সিদ্ধান্ত ছিল বড় ভুল। আরেক সাবেক অধিনায়ক নাসের হুসেন বলেন, মরগানের উচিত দলের সঙ্গে থাকা। যাক এর পরও মরগানই ভারত সফরে অধিনায়কের দায়িত্ব পালন করবেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর