শিরোনাম
মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

রোমাঞ্চিত সাব্বির

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

রোমাঞ্চিত সাব্বির

টেস্ট ক্রিকেটেও টি-২০ ও ওয়ানডে স্টাইলে ব্যাটিং করতে চান সাব্বির রহমান। গতকাল টিম হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘টেস্ট ম্যাচে ব্যাটিংয়ের ধরন খুব একটা পরিবর্তন হবে না। চার আর ছক্কা মারি, রান তো রানই। টেস্টে আমি চেষ্টা করব নিজের স্বাভাবিক খেলাটাই খেলতে। টেস্টে সময় পাওয়া যায় বেশি। বল ডট করলেও চাপে থাকতে হবে না। তাই সুযোগ থাকবে ধীরেসুস্থে ভালো ইনিংস খেলার।’ টেস্ট দলের সুযোগ পাওয়ার অনুভূতি বিষয়ে সাব্বির বলেন, ‘টেস্ট দলে সুযোগ পাওয়ার খবর শুনে চারজন চারজনের দিকে তাকাচ্ছি আর চিন্তা করছি আমরা টেস্ট দলে ডাক পেয়েছি। তার ওপর প্রথমবারের মতো। আসলে সবাই রোমাঞ্চিত ছিলাম।’

২০১৪ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে চট্টগ্রামের এ মাঠেই অভিষেক হয় সাব্বিরের। এর মাঝে তিনি ওয়ানডে ও টি-২০ খেলেছেন ৫৫টি আন্তর্জাতিক ম্যাচ। সীমিত ওভারের ম্যাচে অপরিহার্য সদস্য হলেও বার বারই ‘অবহেলিত’ ছিলেন সাদা পোশাকের দলে। অবশেষ ইংল্যান্ডের বিরুদ্ধে এসেছে সেই কাঙ্ক্ষিত সুযোগ। টেস্ট দলে সুযোগ পাওয়া নিয়ে তিনি বলেন, ‘হুট করে টেস্ট ম্যাচ খেলা যায় না। ৬০ আন্তর্জাতিক (আসলে হবে ৫৫) ম্যাচ খেলার অভিজ্ঞতা কাজ দেবে। তাই আশা করছি আগে আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা টেস্টে ভালো কিছু করার উৎসাহ দেবে।’ তিনি বলেন, ‘প্রথমে সবাই ভাবত আমি শুধু টি-২০-এর খেলোয়াড়। কিন্তু আমি ওয়ানডে খেলে নিজেকে প্রমাণ করেছি। এখন টেস্ট স্কোয়াডে সুযোগ পেয়েছি। একাদশে খেলার সুযোগ পেলে স্বাভাবিক খেলা খেলে নিজেকে এ ফরম্যাটে প্রমাণের চেষ্টা করব।’

টেস্ট খেলার নিজের লালিত আকাঙ্ক্ষার কথা উল্লেখ করে সাব্বির বলেন, ‘ছোটবেলায় স্বপ্ন ছিল একদিন টেস্ট খেলব। আমার পরিবারও অনেক খুশি যে আমি টেস্ট দলে ডাক পেয়েছি। হুট করে তো টেস্ট খেলা যায় না। ধাপে ধাপে এগিয়ে টেস্ট খেলতে হয়। প্রথমে টি-২০ খেলেছি। এরপর ওয়ানডে। এখন টেস্ট দলেও। চেষ্টা থাকবে ভালো খেলার।’

নিজের আসল পরিচয় ব্যাটসম্যান হলেও মাঝেমধ্যে হাত ঘুরিয়ে সাফল্য পেয়েছেন এই হার্ডহিটার ব্যাটসম্যান। ইংল্যান্ডের বিপক্ষ বিসিবি একাদশের প্রথম প্রস্তুতি ম্যাচে ৩ উইকেট নিয়েছিলেন সাব্বির। পরদিনই ডাক পান টেস্ট দলে। বোলার সাব্বির এ বিষয়ে বলেন, ‘আমি সব সময়ই বোলিং করার ব্যাপারে আগ্রহী। ওয়ানডে, টি-২০, টেস্ট— যেটাই হোক না কেন। অধিনায়ক যদি বোলিংয়ে আনেন অবশ্যই আমার শতভাগ দেওয়ার চেষ্টা করব।’

টেস্টে ভালো খেলার প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘টেস্টে চেষ্টা করব প্রতিটি বল দেখে খেলার। আমি এটা একা মাঠের বাইরে অনুশীলন করেছি। অনেক সময় নিয়ে চিন্তাভাবনা করেছি কীভাবে টেস্ট ম্যাচ খেলা যায়। কীভাবে ভালো কিছু করা যায়। সবকিছু মানসিকতার ওপর নির্ভর করে।’

প্রতিপক্ষ ইংল্যান্ডের বিষয়ে বলেন, ‘আমরা টেস্ট কম খেলি। ওরা অনেক বেশি টেস্ট খেলে। তাই হয়তো এগিয়ে থাকবে। তবে কন্ডিশন আমাদের পক্ষে রয়েছে। চেষ্টা করব একে কাজে লাগিয়ে ভালো কিছু করার।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর