শুক্রবার, ১১ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

তিন সেঞ্চুরিতে রানের পাহাড়ে ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক

তিন সেঞ্চুরিতে রানের পাহাড়ে ইংল্যান্ড

সেঞ্চুরির পর মঈন আলী

আদালতের নির্দেশ পেয়ে শেষ পর্যন্ত রাজকোট টেস্ট মাঠে গড়িয়েছে। টেস্ট মাঠে গড়ানোয় ভারতীয় ক্রিকেটপ্রেমীরা দেখলেন ইংল্যান্ডের ব্যাটিং দাপট। মোহাম্মদ শামী, উমেশ যাদব, রবীচন্দন অশ্বিন, রবীন্দ্র জাদেজাদের সাধারণ মানে নামিয়ে তিন তিনটি সেঞ্চুরি তুলে নেয় ইংলিশ ব্যাটসম্যানরা। জো রুট, মঈন আলি ও বেন স্টোকসের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ইংলিশদের সংগ্রহ ৫৩৭। অবশ্য ব্যাট করতে নেমে স্কোর বোর্ডে ৬৩ রান যোগ করে দিনটি শেষ করেছেন দুই ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর ও মুরলী বিজয়।

অ্যালিয়েস্টার কুক বাহিনী ভারতে উড়ে গিয়েছিলেন মিরপুরে বাংলাদেশের কাছে বিধ্বস্ত হওয়ার মানসিকতা নিয়ে। মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে ১০৮ রানে হেরেছিল ইংল্যান্ড। সেই হারের ধাক্কা সামলাতে পারবে কি না- এ নিয়ে প্রশ্ন তুলেছিলেন ইংলিশ বিশেষজ্ঞরা। রাজকোটে সেই ধাক্কা বেশ ভালোভাবেই সামাল দেয় ইংল্যান্ড। শুধু তাই নয়, ভারতীয় বোলারদের সব প্রতিরোধকে সাধারণ কাতারে নামিয়ে টেস্টে চালকের আসনে বসে পড়েছে। প্রথমদিন সেঞ্চুরি করেছিলেন রুট। ৯৯ রানে অপরাজিত ছিলেন মইন। গতকাল দ্বিতীয় দিন সেঞ্চুরি তুলে নেন দিনের শুরুতে। ব্যক্তিগত ১১৭ রানে মঈনকে দারুণ এক ইন সুইংয়ে বোল্ড করেন শামী। ২১৩ বলের ইনিংসটিতে ছিল ১৩টি চার। চট্টগ্রামে ইংল্যান্ডের জয়ের নায়ক স্টোকস আগের দিনের ১৯ রানের ইনিংসটিকে টেনে নিয়ে যান ১২৮ রান পর্যন্ত। ইয়ান বোথামের উত্তরসূরি স্টোকস গতকাল ভারতীয় বোলারদের মামুলী বোলারে পরিণত করেন। ১২৮ রানের ইনিংসটি খেলেন ২৩৫ বলে। যাতে ছিল ১৩টি চার ও ২টি ছক্কা। তবে তার ইনিংসটি একেবারে নিশ্ছিদ্র ছিল না। উইকেটরক্ষক ঋৃদ্ধিমান সাহার বদান্যতায় জীবন পান যাদবের বলে। এরপর আর থেমে থাকেননি স্টোকস। বিশেষ করে স্পিনার অশ্বিনের উপর চড়াও হয়েছিলেন অনেক। ৪০ টেস্টে ২৩১ উইকেট নেওয়া অশ্বিনকে কাল বেধড়ক পিটিয়েছেন। অশ্বিন ৪৬ ওভারে ১৬৭ রানের খরচে উইকেট পেয়েছেন দুই তরুণ হাশেম হামিদ ও বেন ডাকেটের। বাঁ হাতি স্পিনার জাদেজা ৩ উইকেট নেন ৮৬ রানে। ২টি করে উইকেট নেন দুই পেসার শামী ও যাদব। ইংল্যান্ডের রান পাহাড়ে চাপা পড়ে খেলতে নামে দুই স্বাগতিক ওপেনার মুরলী বিজয় ও গৌতম গম্ভীর। দুই ওপেনার নিরবিচ্ছিন্ন থেকে দিন পার করার আগে স্কোর বোর্ডে যোগ করেন ৬৩ রান। বিজয় অপরাজিত রয়েছেন ২৫ রানে এবং গম্ভীর ব্যাট করছেন ২৮ রানে। আজ টেস্টের তৃতীয় দিন। ফলোঅন এড়াতে আরও ২৭৫ রান করতে হবে ভারতকে।  

সর্বশেষ খবর