শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

অবশেষে বিপিএলে গেইল

ক্রীড়া প্রতিবেদক

অবশেষে বিপিএলে গেইল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবচেয়ে বিধ্বংসী ব্যাটসম্যান ক্যারিবীয়ান ক্রিস গেইল। বরিশালের জার্সিতে দুই মৌসুম এবং ঢাকা গ্ল্যাডিয়েটরের জার্সিতে এক মৌসুম খেলেছেন তিনি এ টুর্নামেন্টে। অবশ্য কোনোবারই পুরো টুর্নামেন্ট খেলেননি তিনি। তারপরও গেইল বিপিএলের বেশ কয়েকটা রেকর্ডধারী। এবার চিটাগং ভাইকিংসের জার্সি গায়ে জড়াতে যাচ্ছেন দানবীয় এ ক্রিকেটার। আজই তিনি ঢাকায় পা রাখছেন বলে জানিয়েছেন চিটাগং ভাইকিংসের ম্যানেজার মো. হাসানুজ্জামান।

বিপিএলে মাত্র ১০ ম্যাচ খেলেছেন ক্রিস গেইল। এ ১০ ম্যাচেই ৩ সেঞ্চুরি আর এক হাফ সেঞ্চুরিতে তুলে নিয়েছেন ৫৪১ রান। এর মধ্যে ৫০টা ছক্কা ছাড়াও ছিল ৩৫টা চারের মার! ১৮৬.৫৫ স্ট্রাইক রেটে ৭৭.২৮ গড়ে এই রান করেছেন গেইল। বিপিএলে ছক্কা মারার দিক থেকে গেইলের পরই আছেন মুশফিকুর রহিম ও এনামুল হক বিজয়। দুজনেই ৩৩টি করে ছক্কা মেরেছেন। তবে মুশফিককে এ জন্য খেলতে হয়েছে ৪১ ম্যাচ। এনামুল খেলেছেন ৪৪ ম্যাচ। গেইলের এ দানবীয় রূপ যেন প্রতিপক্ষকে আগে থেকেই হুঙ্কার দিয়ে বলছে, সাবধান! ঢাকায় বিপিএলের তৃতীয় পর্বে সবগুলো ম্যাচেই অংশ নিবেন ক্রিস গেইল। এমনটাই জানিয়েছেন দলের ম্যানেজার। বর্তমানে ৮ ম্যাচে ৮ পয়েন্ট সংগ্রহ করে চার নম্বরে অবস্থান করছে চিটাগং ভাইকিংস। প্লে-অফের আগে আরও চারটি ম্যাচ আছে তাদের। আপাতত এগুলোতেই অংশ নিবেন গেইল। প্লে-অফ খেলতে পারলে সেখানেও দেখা যেতে পারে ক্যারিবীয় এ ঝড়ো গতির ব্যাটসম্যানকে। তবে আপাতত চারটা ম্যাচ খেলার জন্যই চিটাগং ভাইকিংসের জার্সি গায়ে তুলছেন ক্রিস গেইল। দলে তার সংযোজন অবশ্য আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে নিয়ে আসছে। কার স্থান দখল করতে যাচ্ছেন গেইল! মোহাম্মদ নবী দারুণ ফর্মে আছেন। আরো দুই বিদেশী আছে এ দলে। ইনজুরি সমস্যা নেই বলেও জানিয়েছেন ম্যানেজার হাসানুজ্জামান। তাহলে কার জায়গায় খেলবেন গেইল। সেক্ষেত্রে কী জহুরুল-এনামুলদের কেউই গেইলের কাছে স্থান হারাতে যাচ্ছেন! ঢাকায় বিপিএলের তৃতীয় পর্বে নিজেদের প্রথম ম্যাচে আগামী রবিবার রংপুর রাইডার্সের মুখোমুখি হতে যাচ্ছে চিটাগং ভাইকিংস।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর