শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা
নারী এশিয়া কাপ ক্রিকেট

রুমানাদের লক্ষ্য ফাইনাল

ক্রীড়া প্রতিবেদক

রুমানাদের লক্ষ্য ফাইনাল

অধিনায়ক রুমানা আহমেদ

মেয়েদের টি-২০ এশিয়া কাপ ক্রিকেট শুরু হচ্ছে কাল। থাইল্যান্ডে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ লড়বে শক্তিশালী ভারতের বিপক্ষে। টুর্নামেন্টে অন্য দল হচ্ছে স্বাগতিক থাইল্যান্ড, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা। বাংলাদেশ মহিলা দলে এবার নেতৃত্ব পেয়েছেন অলরাউন্ডার রুমানা আহমেদ। গতকাল ঢাকা ছাড়ার আগে অধিনায়ক রুমানা বলে গেছেন, ‘আমাদের লক্ষ্য ফাইনাল খেলা।’ তিনি বলেন, ‘প্রতিপক্ষ ভারত আমাদের চেয়ে শক্তিশালী। তাদের সঙ্গে জেতাটা কঠিন। আমরা জানপ্রাণ দিয়ে লড়বো। জিততে পারলে ফাইনালের পথ অনেকটা সহজ হয়ে যাবে।

এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে রুমানারা কক্সবাজারে অনুশীলন করেছেন।  বাংলাদেশ দল বোলিংয়ে ভালো হলেও ব্যাটিং ব্যর্থতায় জ্বলে উঠতে পারছে না। যার প্রমাণ পাওয়া গেছে টি-২০ বিশ্বকাপে। দ্রুত রান তুলতে না পারা দলের বড় দুর্বলতা। এজন্য এবার অনুশীলনে ব্যাটিংয়ে জোর দেওয়া হয়েছে। টুর্নামেন্টে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও ভালো করার ব্যাপারে আশাবাদী রুমানা। দলে ৬-৭ জন ভালো ফর্মে রয়েছে। ফর্ম ধরে রাখতে পারলে আমি আশাবাদী যে চ্যালেঞ্জ দেওয়ার মতো স্কোর ছুড়ে দিতে পারব।

নেতৃত্ব পেয়ে চাপ অনুভব করছেন কি? রুমানা বলেন, দায়িত্বটা স্বাভাবিকভাবে বেড়ে গেছে। টিমকে পরিচালিত করতে হবে। তবে কোনো চাপ অনুভব করছি না। সবার সহযোগিতায় দলকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব।’ রুমানা এর আগে আয়ারল্যান্ড সফরে ব্যাটিং ও বোলিংয়ে দুই বিভাগেই ভালো করেছেন। শুধু নিজে নয়, পুরো দলই টুর্নামেন্টে ভালো খেলবে এ ব্যাপারে আশাবাদী রুমানা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর