শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

দুরন্ত মেসি উজ্জীবিত বার্সা

ক্রীড়া ডেস্ক

দুরন্ত মেসি উজ্জীবিত বার্সা

বছরের পর বছর পার হয়ে গেলেও এখনো ‘মেসি নির্ভরই’ রয়ে গেল বার্সেলোনা। এমনকি নেইমার আর সুয়ারেজের মতো তারকারাও এই সত্যটাকে পরিবর্তন করতে পারেননি। গত বুধবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে স্কটিশ চ্যাম্পিয়ন সেলটিকের মাঠে বার্সেলোনার ২-০ গোলের জয়ে ভক্তরা আরও একবার দেখল ‘মেসি শো’। নেইমারের দারুণ এক পাস থেকে বার্সেলোনার পক্ষে মেসি দুর্দন্ত গোল করে সেলটিকের মাঠে দলকে এগিয়ে দেন ম্যাচের ২৪তম মিনিটেই। আর ৫৬তম মিনিটে পেনাল্টি শট থেকে ঠাণ্ডা মাথায় দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়িয়েছেন এ আর্জেন্টাইন তারকা। মেসির এ জোড়া গোলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্ব নিশ্চিত করে নিল বার্সেলোনা। এ দুই গোলের মধ্য দিয়ে লিওনেল মেসিও দারুণ এক মাইলফলক স্পর্শ করলেন। আন্তর্জাতিক ফুটবলে বার্সেলোনার জার্সিতে শতক পূর্ণ করলেন এ আর্জেন্টাইন ফুটবল জাদুকর। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ (৯২ গোল), উয়েফা সুপার কাপ (৩ গোল) এবং ফিফা ক্লাব বিশ্বকাপ (৫ গোল) সবমিলিয়ে মেসির গোল সংখ্যা ১০০টি! চলতি মৌসুমেই মেসি করেছেন ৯ গোল! এদিকে সি গ্রুপ থেকে উয়েফা চ্যাম্পিন্স লিগে নকআউট পর্বে বার্সেলোনার সঙ্গী হয়েছে পেপ গার্ডিওলার দল ম্যানচেস্টার সিটি। গত বুধবার তারা জার্মান ক্লাব বুরুসিয়া মঞ্চেনগ্লাডবাখের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে। তবে ম্যানসিটির নকআউট পর্বে খেলার পথে বাধ সাধতে পারেনি জার্মানরা। এছাড়াও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জয় পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। স্প্যানিশ এ ক্লাব নিজেদের মাঠে ২-০ গোলে হারিয়েছে ডাচ ক্লাব পিএসভিকে। তবে রুশ ক্লাব রুস্টভের কাছে ৩-২ গোলে হেরে গেছে পাঁচবারের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ।

সর্বশেষ খবর