শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

জাতীয় দল নিয়ে ভাবছেন না সানি

ক্রীড়া প্রতিবেদক

বোলিং অ্যাকশন পরিবর্তন করার পর আরাফাত সানি যে আরও ভয়ঙ্কর হয়েছেন তার প্রমাণও দিয়েছেন। খুলনা টাইটানসের বিরুদ্ধে ২.৪ ওভার বোলিং করে কোনো রান না দিয়ে তিন উইকেট নিয়ে বিস্ময়কর এক রেকর্ড গড়েছেন। অথচ নিউজিল্যান্ড সিরিজের প্রাথমিক দলেও রাখা হয়নি এই স্পিনারকে। অবশ্য জাতীয় দল নিয়ে সানি নিজেও ভাবছেন না। তিনি কেবল পারফরম্যান্স করতে পারলেই খুশি। সানি বলেন, ‘এখন আমি জাতীয় দল নিয়ে চিন্তা করছি না। আমার কাজ হচ্ছে ক্রিকেট খেলা। ক্রিকেটটা আমি সবসময় উপভোগ করার চেষ্টা করি। আর যেখানেই খেলি না কেন মন দিয়ে খেলার চেষ্টা করি। শতভাগ দিয়ে খেলার চেষ্টা করি সেটা প্রিমিয়ার লিগ, বিপিএল বা প্রথম শ্রেণির ম্যাচ হোক। আর নতুন বা পুরান বলে কোনো কথা নেই। ক্রিকেট খেলতে হলে নতুন আর পুরান যাই হোক বোলিং করতেই হবে। দিন শেষে কথা হচ্ছে পারফরম্যান্স। যাই করি না কেন পারফরম্যান্স ভালো করলে আমরা ভালো করব।’

সানির রংপুর রাইডার্স এখন বিপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। আজ তারা রাজশাহী কিংসের বিরুদ্ধে মাঠে নামবে। এই নিজের পরিকল্পনা সম্পর্কে সানি বলেন, ‘স্বাভাবিক অন্যান্য দলের বিপক্ষে যেমন পরিকল্পনা থাকে এখানেও এমন। আমরা এখন পর্যন্ত শীর্ষে আছি তবে আমাদের কিন্তু এখনো অনেক ম্যাচ বাকি আছে। তো পয়েন্ট টেবিলে কে কোথায় থাকবে তা শেষ না হওয়া পর্যন্ত বলা অনেক কঠিন। আর টি-২০তে ছোট দল বড় দল বলে কথা নেই। তাই যে যত কম ভুল করবে তাদেরই জয়ের সম্ভাবনা বেশি থাকবে।’ বোলিং অ্যাকশন সম্পর্কে বলেন, ‘আমার বল আগের চেয়ে একটু বদলেছে। আগে আমার বল গ্রিপ করতো নয়া স্কিড করত বেশি পেস ভেরিয়েশন একটু কঠিন হতো। এখন আমি দুইটাই করতে পারি। আমার বল গ্রিপও করছে টার্নও করছে, বাউন্স করছে।’

সর্বশেষ খবর