শনিবার, ২৬ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

ছুটির দিনে দর্শকের ঢল

ক্রীড়া প্রতিবেদক

ছুটির দিনে দর্শকের ঢল

‘টিকিট লাগব? ভাই, টিকিট?’ এ যেন টিকিটের ফেরিওয়ালা। দর্শকরা বিসিবির দরজায় কড়া নেড়ে ব্যর্থ হয়ে কালোবাজারিদের কাছ থেকে বাধ্য হয়ে দ্বিগুণ কিংবা তিন গুণ দাম দিয়ে টিকিট কিনে নিচ্ছেন। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের আশপাশে এমন কালোবাজারিদের সংখ্যা কম নয়। তারা অনেকটা সিন্ডিকেটের মতোই। দল বেঁধে টিকিট কেটে নেয়। তারপর সেগুলো অতিরিক্ত দামে বিক্রি করে দেয়। এ ধরনের কালোবাজারিদের রুখবার সাধ্য কার!

গতকাল ছিল ছুটির দিন। বাংলাদেশ প্রিমিয়ার লিগও এখন জমে উঠেছে। সুযোগের সদ্ব্যবহার করতে অনেকেই ছুটেছিলেন খেলার মাঠে। কিন্তু টিকিট পাওয়াই যেন মুস্কিল হয়ে পড়েছিল। যাদের সামর্থ্য ছিল নিলামে ওঠা টিকিট তারা কিনেছেন দাম দিয়ে। যাদের সামর্থ্য কিছুটা কম, তারা হতাশ হয়ে ফিরেছেন ড্রয়িং রুমে। বিপিএল যে জমে উঠেছে দর্শকদের সমাগম বুঝি তারই প্রমাণ। প্রথম দিকে বিপিএলে দর্শক সংখ্যা বরাবরের চেয়ে কিছুটা কমই ছিল। চট্টগ্রাম পর্বেও দর্শকদের উপস্থিতি অনেক কম দেখা গেছে। তবে সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে দর্শকদের উপস্থিতিও বেড়ে চলেছে। এরই মধ্যে অর্ধেকেরও বেশি পথ পাড়ি দিয়েছে বিপিএল। ৭ ম্যাচ খেলে রংপুর রাইডার্স ১০ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে থাকলেও এখনো প্লে-অফ নিশ্চিত করতে হলে কয়েকটা ম্যাচে জিততে হবে তাদের। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়েও নেট রান রেটে পিছিয়ে থাকায় খুলনা টাইটানস অবস্থান করছে দুই নম্বরে। ঢাকা ডায়নামাইটস আর চিটাগং ভাইকিংস ৮ পয়েন্ট করে সংগ্রহ করে যথাক্রমে তিন ও চার নম্বরে অবস্থান করছে। এমনকি রাজশাহী কিংস আর বরিশাল বুলস ৬ পয়েন্ট করে সংগ্রহ করলেও সেরা চারে উঠে আসার পথ পরিষ্কার রেখেছে। জমে ওঠা এ লড়াই দেখার লোভ সামলাতে না পেরে দর্শকরা ছুটে চলেছেন মাঠে। তবে টিকিট যেন সোনার হরিণ!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর