শনিবার, ২৬ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

এল ক্ল্যাসিকোর আগে দুই জায়ান্টের প্রস্তুতি

ক্রীড়া ডেস্ক

এল ক্ল্যাসিকোর আগে দুই জায়ান্টের প্রস্তুতি

এল ক্ল্যাসিকো। বর্তমান ফুটবলে চরম উত্তেজনা ছড়ানো এক ম্যাচ। এখানে লড়াই হয় তারায়-তারায়। মাঠের লড়াই সীমানা পেরিয়ে পৌঁঁছে যায় মাঠে-ঘাটে, বিশ্ববিদ্যালয়ের কমনরুমে। এমনকি ব্যক্তিগত ড্রয়িংরুমেও! এল ক্ল্যাসিকো তাই সব সময়ই বিশেষ কিছু। এ জন্য বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদের তারকাদেরও পূরণ করতে হয় ভক্তদের দাবি-দাওয়া। উপহার দিতে হয় দারুণ একটা ম্যাচ। আগামী সপ্তাহেই এল ক্ল্যাসিকোর লড়াইয়ে নামছে স্প্যানিশ দুই জায়ান্ট। মরুভূমির গনগনে উত্তাপ ছড়ানো ম্যাচের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে দল দুটো। আজ লা লিগার ম্যাচে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে জিনেদিন জিদানের শিষ্যরা মুখোমুখি হবে স্পোর্টিং গিজনের। তবে এল ক্ল্যাসিকোর আগে আরও একটা ম্যাচ খেলার সুযোগ পাবে লস ব্ল্যাঙ্কোসরা। কোপা দেল রে কাপের ম্যাচে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে কালচারাল লিওনেসার।

এদিকে বার্সেলোনা লা লিগায় খেলতে নামছে আগামীকাল। তাদের প্রতিপক্ষ রিয়াল সুসিদাদ। কাতালানদের জন্যও এটা এল ক্ল্যাসিকোর প্রস্তুতি ম্যাচই হতে যাচ্ছে। অবশ্য তারাও ন্যু ক্যাম্পে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হওয়ার আগে কোপা দেল রে কাপে হারকিউলিসের মুখোমুখি হবে। এল ক্ল্যাসিকোর আগে দুটি করে ম্যাচ খেলে নিজেদের প্রস্তুত করে নেওয়ার সুযোগ পাবে রিয়াল মাদ্রিদ ও বার্সা। তবে কোচদের জন্য সবচেয়ে বড় বিষয় হয়ে দাঁড়াবে তারকাদের ফিটনেস। এরই মধ্যে জিদান তার প্রিয় শিষ্য গেরেথ বেলেকে হারিয়েছেন। ইনজুরির কারণে চার মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন বেলে। তার গোড়ালিতে গুরুতর ইনজুরি। অপারেশন করতে হবে। এ অবস্থায় কোপা দেল রে কাপের ম্যাচে জিদান হয়তো রোনালদোর মতো তারকাদের বিশ্রামই দেবেন। অন্যদিকে লুইস এনরিকেও একই কাজ করতে পারেন। এল ক্ল্যাসিকো সামনে রেখে তিনি কোনো তারকাকে নিয়ে জুয়া খেলতে যাবেন না নিশ্চয়ই। তবে লা লিগার ম্যাচ নিয়ে কোনো ঝুঁকিও নিতে পারছেন না বার্সা কোচ। গত তিন মৌসুম ধরে রিয়াল সুসিদাদের মাঠে বার্সেলোনাকে ধুঁকতে হয়েছে। এবার সেই ধারা থেকে বের হওয়াটা সময়ের দাবিই হয়ে দাঁড়িয়েছে এনরিকের জন্য। বিশেষ করে এল ক্ল্যাসিকোর মতো ম্যাচ সামনে নিয়ে হেরে গিয়ে আত্মবিশ্বাস হারাতে রাজি নন তিনি। এমনকি মেসির মতো তারকাও বিশ্বাস করেন সপ্তাহটা কঠিন যাবে বার্সেলোনার। আর পয়েন্ট হারানোর মতো র্ঝুকিও নিতে পারছে না বার্সেলোনা। সেক্ষেত্রে কাতালানদের জন্য সময়টা বড্ড কঠিনই হয়ে যাচ্ছে। সেই তুলনায় অনেকটা চাপমুক্ত থাকছে রিয়াল মাদ্রিদ। চার পয়েন্টে এগিয়ে থাকায় লা লিগার শিরোপা জয়ের একটা ইঙ্গিতও দেখতে পাচ্ছে তারা!

সর্বশেষ খবর