শনিবার, ২৬ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

লিড নিয়েছে অস্ট্রেলিয়া

অ্যাডিলেড টেস্ট

ক্রীড়া ডেস্ক

আগের দুই টেস্ট হেরে সিরিজ হাতছাড়া হয়ে গেছে স্বাগতিক অস্ট্রেলিয়ার। দক্ষিণ আফ্রিকা যেন দুই টেস্টে অসিদের বিধ্বস্ত করে ছাড়ে। ব্যাট-বলে প্রোটিয়ারা দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছে। এমন অসহায়ত্ব চেহারা অনেক দিন পর অস্ট্রেলিয়ার দেখা গেল। এমন ভরাডুবিতে অস্ট্রেলিয়াজুড়ে এখনো সমালোচনা চলছে। অপেক্ষা এখন হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে পারে কিনা। তবে অ্যাডিলেডের ওভালে অনুষ্ঠিত শেষ টেস্টে যে চেহারা তাতে অস্ট্রেলিয়ার হারের সম্ভাবনা কমই বলা যায়। সফরকারী দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ৯ উইকেটে ২৫৯ রান তুলে ইনিংস ঘোষণা করে। অধিনায়ক ডু-প্লেসি ১১৮ রানে অপরাজিত ছিলেন। দ্বিতীয় টেস্টে দুই ইনিংসে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার চেহারা চোখে ভাসে। তবে ওভালে দৃঢ়তার পরিচয় দিচ্ছেন স্মিথরা। দ্বিতীয় দিন শেষে ৬ উইকেটে ৩০৭ রান সংগ্রহ করেছেন তারা। উদ্বোধনী ব্যাটসম্যান উসমান খাজা ২৮৫ বলে ১৩৮ রান করে অপরাজিত রয়েছেন। স্মিথ ৫৯, হ্যান্ডসকম ৫৪ রান করেন। অ্যাবট ৩৮ রানে ৩ উইকেট পান। ৪৮ রানে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া। হাতে এখনো ৪ উইকেট।যদি ১০০ রানেও এগিয়ে যায় দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা কিছুটা হলেও চাপে থাকবে। কেননা স্বাগতিকদের দ্বিতীয় ইনিংস পড়ে আছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর