শনিবার, ২৬ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

শাস্তি হচ্ছে বিসিবির নিরাপত্তা সমন্বয়কের

ক্রীড়া প্রতিবেদক

ইংল্যান্ড ও বিসিবি একাদশের মধ্যকার ওয়ানডে প্রস্তুতি ম্যাচ চলাকালীন গত অক্টোবরে ফতুল্লার খান সাহেব ওসমান আলী  স্টেডিয়ামে ইংরেজি দৈনিক নিউ এজ-এর ক্রীড়া প্রতিবেদক আতিফ আজমকে লাঞ্ছিত করার ঘটনায় শাস্তি হচ্ছে বিসিবির নিরাপত্তা সমন্বয়ক মোহাম্মদ আলীর। ক্রীড়া সাংবাদিকদের দাবির পরিপ্রেক্ষিত নিরাপত্তা সমন্বয়কের বিরুদ্ধে অবশেষে ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গতকাল সন্ধ্যায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে এক সভায় ওই সাবেক ক্রিকেটারকে নিরাপত্তার মতো স্পর্শকাতর দায়িত্ব  থেকে সরিয়ে নেওয়ার বিষয়টি মৌখিকভাবে নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক জালাল ইউনুস, ইসমাইল হায়দার মল্লিক ও বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন  চৌধুরী। সভার আগে আলীর বিরুদ্ধে আগামী তিনদিনের মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বোর্ড কর্তাদের হাতে একটি স্মারকলিপিও তুলে দেওয়া হয়। একই সঙ্গে সামপ্রতিক পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ক্রীড়া সাংবাদিকদের মুখোমুখি হওয়া নানা সমস্যার প্রতিকার  চেয়ে আরেকটি স্মারকলিপিও দেওয়া হয়। দুটো স্মারকলিপির সঙ্গেই দেশের অধিকাংশ গণমাধ্যমের ক্রীড়া সাংবাদিকদের স্বাক্ষরও ছিল। অন্যান্য সমস্যাও আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিয়েছেন সভায় উপস্থিত বোর্ড কর্মকর্তারা।

সর্বশেষ খবর