শিরোনাম
শনিবার, ১০ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

দর্শকে ঠাসা গ্যালারি

ক্রীড়া প্রতিবেদক

দর্শকে ঠাসা গ্যালারি

ঢাকা ডায়নামাইটস-রাজশাহী কিংসের ফাইনাল শুরু হয় সন্ধ্যা পৌনে ৬টায়। খেলা দেখতে দর্শকদের জন্য মিরপুর স্টেডিয়ামের গ্যালারির গেট খুলে দেওয়া হয় দুপুর তিনটায়। অথচ স্টেডিয়ামে ঢুকতে দুপুর ১টা থেকে লাইন দেন ক্রিকেটপ্রেমীরা। বিপিএলের চার নম্বর আসরের ফাইনালের টিকিট কিনতে দুই দলের দর্শকরা চড়ামূল্যে টিকিট কিনেন। ক্লাব হাউসের টিকিটের নির্ধারিত মূল্য ১০০০ টাকা। সেটা দর্শকদের কিনতে হয়েছে ১৫০০ থেকে ২০০০ টাকায়। গ্যালারির টিকিট বিক্রয় হয়েছে ১০০০ টাকায়। ভিআইপি গ্যালারির টিকিটের মূল্য ছিল ৫০০০ টাকা। যা ২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেটের সময়ও ছিল না। অথচ এবার উচ্চমূল্য রাখা হয়। এতে করে ক্রিকেটপ্রেমীরা ক্ষুব্ধ ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রিফাত বিন তারেক বলেন, ‘ফাইনালের আগে খুব বেশি দর্শক হতো তা নয়। কিন্তু ফাইনালে এত দাম রাখার কোনো কারণ দেখিনি। টিকিট কিনতে হয়েছে বেশ চড়া দামে।’ অনেকে বেশি দামেও টিকিট কিনতে পারেননি। কিন্তু গ্যালারি খালি ছিল না। গ্যালারির যেদিকে চোখ যায়, নীল আর হলুদের ছড়াছড়ি। নীল জার্সি পরিহিত দর্শকরা সমর্থন যুগিয়েছেন ঢাকা ডায়নামাইটসকে। হলুদ জার্সিধারীরা রাজশাহী কিংসকে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর