শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা
বাংলাদেশ কাপ আইটিএফ তায়কোয়ান্দো

ছেলেদের ইভেন্টে বসুন্ধরা চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক

ছেলেদের ইভেন্টে বসুন্ধরা চ্যাম্পিয়ন

ওয়ালটন তৃতীয় বাংলাদেশ কাপ আইটিএফ তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপে ছেলেদের ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বসুন্ধরা গ্রুপ তায়কোয়ান্দো দল। ৯টি ইভেন্টের মধ্যে ছয়টিতে এরই মধ্যে সোনা জয় করেছে দলটি। বাকি তিনটিতেও পদক জয়ের সম্ভাবনা রয়েছে। তবে তিনটি ইভেন্ট হাতে রেখেই চ্যাম্পিয়নের স্থানটি নিশ্চিত করেছে বসুন্ধরা দল। -৫৩ কেজি ক্যাটাগরিতে বসুন্ধরা গ্রুপের জাহিদুল ইসলাম সোনার পদক জয় করেন। এ ছাড়া -৫৮ কেজিতে আল আমিন, -৬৩ কেজিতে মো. হারুন, -৮৩ কেজিতে মুকুল, -৮৮ কেজিতে কামাল এবং +৯০ কেজিতে ফজিবুল সোনার পদক জয় করেন। প্রথমবারের মতো এ টুর্নামেন্টে অংশ নিয়েই বসুন্ধরা গ্রুপ তায়কোয়ান্দো দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল। এদিকে মেয়েদের ইভেন্টে তিনটি ক্যাটাগরিতে সোনার পদক জিতে চ্যাম্পিয়ন হয়েছে ওয়ালটন। দুটি সোনার পদক জিতে রানার্সআপ হয়েছে ঢাকা। বসুন্ধরা তায়কোয়ান্দো দল গঠিত হওয়ার পর থেকে সাফল্য বয়ে আনছে প্রায় সব প্রতিযোগিতা থেকেই।

বসুন্ধরা গ্রুপ তায়কোয়ান্দো ইন্সট্রাক্টর সোলায়মান শিকদার দলের সাফল্য নিয়ে বলেন, আমরা অনুশীলনে থাকি সারা বছর। আড়াই বছর আগে দলটি গঠিত হওয়ার পর অনুশীলনে কখনো ছেদ পড়েনি। বসুন্ধরা গ্রুপ, বিশেষ করে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মহোদয়ের সুদৃষ্টির কারণে আমাদের সুযোগ সুবিধা অত্যন্ত উন্নতমানের খাওয়া-দাওয়া থেকে শুরু করে অন্য সবকিছুতে অন্য জাতীয় দল যেমন সুযোগ-সুবিধা পায় আমরাও তাই পাই। আশা করি আগামীতে জাতীয় চ্যাম্পিয়নশিপেও আমরা শিরোপা জিতব।’

সর্বশেষ খবর