সোমবার, ২ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ম্যানসিটিকে হারাল লিভারপুল

ক্রীড়া প্রতিবেদক

ম্যানসিটিকে হারাল লিভারপুল

পেপ গার্ডিওলার ম্যানচেস্টার সিটি ধীরে ধীরে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা থেকে বহুদূরে সরে যাচ্ছে। মৌসুমের শুরুর দিকের দুর্দান্ত ফর্ম আর ফিরিয়ে আনতে পারছে না সিটি তারকারা। শনিবার অ্যানফিল্ডে লিভারপুলের কাছে হেরে পয়েন্ট তালিকায় তিন নম্বরে থাকলেও ব্যবধান বেড়ে গেল ম্যানসিটির। ২০১৬ সালের শেষ ম্যাচটা জয় করে নিল লিভারপুল। তারা ঘরের মাঠে জর্জিনিও ভিনালডামের একমাত্র গোলে ম্যানচেস্টার সিটিকে হারিয়েছে ১-০ ব্যবধানে। এ জয়ে ১৯ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই রইল অলরেডরা।

শনিবার ঘরের মাঠে দারুণ খেলল লিভারপুল। পেপ গার্ডিওলার দুরন্ত ম্যানসিটির আক্রমণগুলো অবলীলায় রুখে দিয়েছে অলরেডদের রক্ষণভাগ। তাছাড়া প্রতিপক্ষের ডিফেন্স লাইনেও সারাক্ষণ চাপ ধরে রেখেছিল লিভারপুলের আক্রমণভাগ। সবমিলিয়ে ম্যাচে ম্যানসিটিকে জয়ের তেমন কোনো সুযোগই দেয়নি অলরেডরা! ম্যাচের শেষ ১০ মিনিটে স্বাগতিকদের রক্ষণে প্রচণ্ড চাপ তৈরি করে অতিথিরা। কিন্তু গোলের দেখা পায়নি পেপ গার্ডিওলার শিষ্যরা। শেষ ২৭ ম্যাচে এনিয়ে দ্বিতীয়বার কোনো ম্যাচে গোল করতে ব্যর্থ হল ম্যানসিটি। ১৯৮১ সালের পর এই প্রথম লিগে সিটির বিপক্ষে টানা চার জয় পেল লিভারপুল। প্রিমিয়ার লিগের ১৭ ম্যাচসহ সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ঘরের মাঠে ২৪ ম্যাচ অপরাজিত থাকল দলটি।

দিনের অন্য ম্যাচে স্টোক সিটিকে ঘরের মাঠে ৪-২ গোলে হারিয়ে শীর্ষে থেকেই বছর শেষ করেছে চেলসি। ১৯ ম্যাচে তাদের সংগ্রহ ৪৯ পয়েন্ট। টানা চতুর্থ জয়ে তাদের সঙ্গে ব্যবধান ৬-এ নামিয়ে এনেছে লিভারপুল (৪৩)। টানা তিন ম্যাচ জয়ের পর হারের স্বাদ পাওয়া সিটি ৩৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরেই আছে। তবে ১৮ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে চার নম্বরে থাকা আর্সেনালের সামনে সুযোগ আছে তাদের ছাড়িয়ে যাওয়ার। এদিকে ম্যানচেস্টার ইউনাইটেড ২-১ গোলে হারিয়েছে মিডলবোরোকে। ১৯ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে রয়েছে হোসে মরিনহোর দল। ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন লিস্টার সিটিও। তারা ১-০ গোলে হারিয়েছে ওয়েস্ট হ্যামকে। এছাড়া বার্নলি ৪-১ গোলে হারিয়েছে সান্ডারল্যান্ডকে। সোয়ানসে সিটিকে ৩-০ গোলে হারিয়েছে বর্নমাউথ। ওয়েস্ট ব্রমউইচ ২-১ গোলে হারিয়েছে সাউদ্যাম্পটনকে।

সর্বশেষ খবর