শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

রুমানাদের দাঁড়াতেই দিল না দক্ষিণ আফ্রিকা

আয়ুবুল ইসলাম কক্সবাজার

সামনেই বিশ্বকাপ বাছাইপর্ব ক্রিকেট। চূড়ান্তপর্বে খেলতে নিজেদের প্রস্তুত করে নিতে চাইছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। প্রস্তুতি নিতে রুমানা আহমেদরা ঘরের মাঠে খেলছেন পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ আফ্রিকা। খেলাগুলো হচ্ছে ‘বিশ্বের সবচেয়ে বৃহত্তম সৈকতের নগরী’ কক্সবাজারে। গতকাল সিরিজের প্রথম ম্যাচে লড়াই করতে পারেনি বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। একপেশে ম্যাচে হেরেছে ৮৬ রানে। আগামীকাল একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ। ২০১৫ সালে হঠাৎই নিরাপত্তার অজুহাতে বাংলাদেশ সফর স্থগিত করেছিল প্রোটিয়াস মহিলা ক্রিকেট দল। সে সময় অবশ্য অস্ট্রেলিয়াও সফর স্থগিত করেছিল। শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শীতের কুয়াশাকে কাজে লাগাতে টস জিতে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। কিন্তু স্বাগতিক বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলায় মেতেছিলেন তিন প্রোটিয়াস মহিলা ব্যাটসম্যান লি, স্টেইন ও ডু পেরেজ। দুই ওপেনার লি ও স্টেইন উদ্বোধনী জুটিতে ২২.৪ ওভারে ১২২ রান করেন। ম্যাচসেরা লি ৮৭ রানের ইনিংস খেলেন ৭১ বলে ৬ চার ও ৭ ছক্কায়। মজার বিষয়, পুরো ম্যাচে ছক্কার সংখ্যা ৮টি। সাতটিই হাঁকিয়েছেন লি। একটি বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৫৯ রানের ইনিংস খেলা উইকেটরক্ষক ব্যাটসম্যান নিগার সুলতানা। সফরকারীদের আরেক ওপেনার স্টেইন ৬৮ রান করেন ১২৩ বলে ২ চারে এবং তিন নম্বরে ব্যাট করতে নামা ডু পেরেজ ৬২ রানে অপরাজিত থাকেন। তিন হাফসেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকা মহিলা দলের স্কোর ৫০ ওভারে ৩ উইকেটে ২৫১ । স্বাগতিকদের পক্ষে সালমা খাতুন ৩০ রানে ২টি এবং নাহিদা আক্তার ১ উইকেট নেন ৪৫ রানে।

২৫২ রানের টার্গেটে খেলতে নেমে  ২৭ রানে সাজঘরে ফিরে যান দুই ওপেনার  শারমিন আক্তার (২) ও সানজিদা ইসলাম (৮)। সফরকারীদের দুই বোলার ভ্যান নিয়ে কার্ক ও লুসের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৫০ ওভারে বাংলাদেশ মহিলা দলের সংগ্রহ ৬ উইকেটে ১৬৫। এই স্কোরও হতো না! যদি অধিনায়ক রুমানা ৮০ বলে ৩৭ ও নিগার সুলতানা ৯০ বলে ৭ চার ও এক ছক্কায় ৫৯ রানের ইনিংস না খেলতেন। এছাড়াও ফারজানা ১২, সালমা ১১ ও জাহানারা ১৫ রানে অপরাজিত ছিলেন। লুস ৩ উইকেট নেন ৫২ রানে এবং ভ্যান ২ উইকেট নেন ২৩ রানে। সবচেয়ে মিতব্যয়ী ছিলেন লেতসোয়ালো। তার স্পেল ১০-৩-১৭-০।       

সর্বশেষ খবর