সোমবার, ১৬ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

অবশেষে অস্ট্রেলিয়ায় পাকিস্তানের জয়

ক্রীড়া ডেস্ক

অবশেষে অস্ট্রেলিয়ায় পাকিস্তানের জয়

অস্ট্রেলিয়ার উইকেট পতনের পর আমিরকে ঘিরে সতীর্থদের উল্লাস

একের পর এক পরাজয় পাকিস্তানের পথ চলা কঠিন করে তুলছিল। অস্ট্রেলিয়ার সঙ্গে পাকিস্তানের খেলার যোগ্যতা নিয়েই প্রশ্ন তুলছিল সমালোচকরা। তবে ঠিক সময়েই জবাব দিয়ে দিলেন মোহাম্মদ হাফিজরা। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টি ৬ উইকেটে জিতে সিরিজে সমতায় ফিরল পাকিস্তান। গতকাল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের দুরন্ত বোলিংয়ের সামনে ২২০ রানেই অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। মোহাম্মদ আমির, জুনায়েদ খান আর ইমাদ ওয়াসিমদের দুর্দান্ত বোলিং অস্ট্রেলিয়ার শক্তিশালী ব্যাটিং লাইনকে বড় স্কোর করতে দেয়নি। উদ্বোধনী জুটি উসমান খাজা এবং ডেভিড ওয়ার্নারকে ফিরিয়ে দেন জুনায়েদ খান। দলীয় ৩১ রানেই জুনায়েদের বলে রিজওয়ানকে ক্যাচ দেন ওয়ার্নার (১৬)। দলীয় ৪০ রানে জুনায়েদের বলেই শারজিলকে ক্যাচ দিয়ে ফিরে যান উসমান খাজা (১৭)। মিচেল মার্শকে শূন্য রানেই সাজঘরে পাঠান মোহাম্মদ আমির। তবে অসি অধিনায়ক স্টিভ স্মিথ হাল ধরে থাকেন এক প্রান্তে। তিনি ৬০ রান করে ইমাদ ওয়াসিমের বলে বোল্ড হন। এর মধ্যে সাজঘরে ফিরে যান ট্র্যাভিস (২৯) ও ম্যাক্সওয়েল (২৩)। মোহাম্মদ আমির তিন উইকেট শিকার করেন। ইমাদ ওয়াসিম ও জুনায়েদ খান দুটি করে উইকেট শিকার করেন। এছাড়াও হাসান আলি ও শোয়েব মালিক একটি করে উইকেট শিকার করেন পাকিস্তানের পক্ষে। অস্ট্রেলিয়ার পক্ষে স্মিথ ছাড়া আর তেমন কেউ উল্লেখযোগ্য রান করতে পারেননি। জবাব দিতে নেমে অধিনায়ক মোহাম্মদ হাফিজের হাফ সেঞ্চুরি (৭২) আর শোয়েব মালিকের (৪২) দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ে ১৪ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। পাকিস্তানের পক্ষে এছাড়াও শারজিল ২৯, বাবর আজম ৩৪, আসাদ শফিক ১৩ ও উমর আকমল ১৮ রান করেন। অস্ট্রেলিয়ার পক্ষে ২টি করে উইকেট শিকার করেন মিচেল স্টার্ক ও ফকনার।

এ জয়ের পর ম্যাচসেরার পুরস্কার হাতে পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ হাফিজ বলেছেন, ‘আমাদের দলের সবাই দারুণ খেলেছে। বোলাররা দারুণ বোলিং করেছে। সঠিক সময়ে তারা উইকেট শিকার করেছে।’ অন্যদিকে অসি অধিনায়ক স্টিভ স্মিথ বলছেন, ‘আমাদের ৪০ রান কম হয়ে গেছে। এই উইকেটে ২৬০ রান করতে পারলেই জেতা সম্ভব ছিল।’ সিরিজ জয়ের জন্য অবশ্য এখনো সুযোগ আছে অসিদের। আরও তিনটি ম্যাচ বাকি। এর মধ্যে দুটি জিতলেই সিরিজ নিজেদের করে নিতে পারবেন স্মিথরা। সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচ পার্থে অনুষ্ঠিত হবে ১৯ জানুয়ারি।

সর্বশেষ খবর