সোমবার, ১৬ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

প্রার্থী হতে পারছেন না আজহার উদ্দিন

ক্রীড়া ডেস্ক

প্রার্থী হতে পারছেন না আজহার উদ্দিন

হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি পদের জন্য জমা দেওয়া সাবেক ভারতীয় অধিনায়ক মোহাম্মদ আজহার উদ্দিনের নমিনেশন গ্রহণ করেননি রিটার্নিং অফিসার রাজিব রেড্ডি। ম্যাচ ফিক্সিংয়ের দায়ে অভিযুক্ত আজহার উদ্দিনের উপর আজীবন নিষেধাজ্ঞা ছিল। তবে সম্প্রতি এই নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু নমিনেশন পেপারের সঙ্গে নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার কোনো প্রমাণপত্র জমা দেননি আজহার উদ্দিন। তাছাড়া আজহার উদ্দিন কোনো ক্লাবের ভোটার কি না এর কোনো প্রমাণও দেননি। এ দুই অভিযোগে ভারতীয় সাবেক অধিনায়কের আবেদন বাতিল করেছেন রিটার্নিং অফিসার রাজিব রেড্ডি। তবে বিষয়টাকে স্বাভাবিকভাবে নেননি মোহাম্মদ আজহার উদ্দিন। তিনি মনে করছেন, তার বিরুদ্ধে ভিতরে ভিতরে কোনো গভীর ষড়যন্ত্র হচ্ছে। তিনি বলেন, ‘আমি রিটার্নিং অফিসারকে সব ধরনের ব্যাখ্যাই দিয়েছি।’

 এরপরও আমার আবেদন বাতিল করা হলো! আমি সত্যিই হতাশ। এর কারণ জানতে চাই।’ এমনকি আদালতে যাওয়ার কথাও ভাবছেন আজহার উদ্দিন।

সর্বশেষ খবর