বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

চ্যাম্পিয়ন্স ট্রফিতেই জন্টি!

ক্রীড়া প্রতিবেদক

চ্যাম্পিয়ন্স ট্রফিতেই জন্টি!

১৯৯২ সালের বিশ্বকাপে প্রথম খেলতে নেমেই ক্রিকেটপ্রেমীদের নজর কেড়েছিল দক্ষিণ আফ্রিকা। সেই দলে খেলেছিল অ্যালান ডোনাল্ড, পিটার কারস্টেনদের মতো তারকা ক্রিকেটাররা। তাদের মধ্যেই আলাদাভাবে নজর কেড়েছিলেন জন্টি রোডস নামে এক তরুণ দুর্দান্ত ফিল্ডিং করে। পাকিস্তানের ইনজামাম উল হককে যে দক্ষতায় শূন্যে উড়ে রান আউট করেছিলেন, সেটা এখনো ভাইরাল। অসাধারণ ফিল্ডার প্রোটিয়াসদের হয়ে টেস্ট খেলেছেন ৫২টি ও ওয়ানডে ২৪৫টি। খেলা ছেড়েছেন অনেক আগে। কিন্তু কোচিং কনসালটেন্সি করছেন এখন নিয়মিত। সেই তুখোর ফিল্ডার জন্টি রোডসকে আনার পরিকল্পনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিউজিল্যান্ডের দুই টেস্টে ক্রিকেটারদের ১৮ ক্যাচ মিস করতে দেখে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন চাচ্ছেন তামিম, সাকিব, মুশফিকদের ক্যাচিং ও ফিল্ডিং শেখানোর জন্য জন্টি রোডসকে দরকার। বিসিবি এরই মধ্যে যোগাযোগ করেছে প্রোটিয়াস সাবেক তারকা ক্রিকেটারের সঙ্গে। হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফিতেই দেখা যেতে পারে রোডসকে।

ওয়েলিংটন ও ক্রাইস্টচার্চ টেস্টে ১৮টি ক্যাচ মিস করে বাংলাদেশের ক্রিকেটাররা! ভাবনারও অতীত। কিন্তু এটাই সত্যি। ক্যাচ মিসেই প্রথমবারের মতো বাগে পেয়েও নিউজিল্যান্ডকে হারাতে পারেনি টাইগাররা। ক্রাইস্টচার্চ টেস্ট শেষে ক্যাচ মিসের হতাশা গোপন করেননি অধিনায়ক তামিম ইকবাল। বলেছেন, ‘যদি ক্যাচগুলো মিস না হতো, তাহলে টেস্টের চিত্র অন্যরকম হতো।’ ভুল বলেননি তামিম। স্লিপ কর্ডনে দাঁড়িয়ে বাংলাদেশের প্রতিটি ফিল্ডার অবলীলায় ক্যাচ ছেড়েছেন। সিলিতে দাঁড়ানো ফিল্ডারও ক্যাচ ছেড়েছেন। এসব দেখতে মাঠের বাইরে থেকে বিরক্ত হয়েছেন সবাই।

সর্বশেষ খবর