রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

মিসরের প্রতিপক্ষ সেই ক্যামেরুন

ক্রীড়া ডেস্ক

রজার মিলাদের ক্যামেরুন তখন আফ্রিকান ফুটবলেই শুধু নয়, বিশ্ব ফুটবলের অন্যতম শক্তি। ১৯৮৬ সালের আফ্রিকান নেশন্স কাপে দুরন্ত দল নিয়ে ফাইনালে উঠেছিল ক্যামেরুন। এর দুই বছর আগে ক্যামেরুনই চ্যাম্পিয়ন হয়েছিল আফ্রিকান নেশন্স কাপে। তবে মিসরের সামনে রজার মিলাদের দুরন্ত ক্যামেরুনও সেদিন মলিন হয়ে পড়েছিল। ১৯৮৬ সালের আফ্রিকান নেশন্স কাপ ফাইনালে গোল শূন্য ড্রয়ের পর পেনাল্টিতে ৫-৪ ব্যবধানে জিতেছিল মিসর। দুই দল ২০০৮ সালে আবারও আফ্রিকান নেশন্স কাপের ফাইনালে মুখোমুখি হয়। এবার রজার মিলা ছিলেন না। তবে স্যামুয়েল ইতোরা মিলে আরও একবার ক্যামেরুনকে দুরন্ত দল হিসেবে প্রমাণ করেছিলেন। কিন্তু ফাইনালে আবারও মিসরের কাছে পরাজিত হয় ক্যামেরুন। ১-০ গোলে হেরে যায় তারা। আফ্রিকান নেশন্স কাপের ফাইনালে তৃতীয়বারের মতো মুখোমুখি হচ্ছে মিসর-ক্যামেরুন। এবার কি হতে যাচ্ছে। আবারও কি মিসরই জয় নিয়ে বাড়ি ফিরবে! নাকি এবার প্রতিশোধ নিতে পারবে রজার মিলা আর স্যামুয়েল ইতোদের উত্তরসূরিরা!

আফ্রিকান নেশন্স কাপে সবচেয়ে সফল দল মিসর। এই আসরে তারা ৭ বার চ্যাম্পিয়ন হয়েছে। অন্যদিকে আফ্রিকান নেশন্স কাপে ৪ বার শিরোপা জিতেছে ক্যামেরুন।

সর্বশেষ খবর