বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

অবসরে যাচ্ছেন ফিলিপ লাম

ক্রীড়া ডেস্ক

অবসরে যাচ্ছেন ফিলিপ লাম

ব্রাজিলে বিশ্বকাপ জিতেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছিলেন জার্মান অধিনায়ক ফিলিপ লাম। তবে ক্লাব ফুটবল ঠিকই খেলছিলেন তিনি। বায়ার্ন মিউনিখের হয়ে জয় করে চলছিলেন একের পর এক শিরোপা। এবার ক্লাব ফুটবলেও ক্যারিয়ারের ইতি টানতে চান তিনি।

মৌসুম শেষ হলেই বায়ার্ন মিউনিখের এ অধিনায়ক ফুটবলকে বিদায় জানাবেন বলে ঘোষণা দিয়েছেন। ক্লাবের সঙ্গে চুক্তি শেষ হওয়ার এক বছর আগেই ফুটবল থেকে অবসর নিচ্ছেন ফিলিপ লাম। ‘আমি অধিনায়ক হিসেবে আমার সেরাটা দিতে পারি প্রতিদিন, প্রতিটা অনুশীলনে। তবে এ মৌসুমের শেষ পর্যন্তই। আর সামনে যেতে চাই না।’ বায়ার্ন মিউনিখের অধিনায়ক ফিলিপ লামের এই ঘোষণার পরই তার অবসর নিশ্চিত হয়ে গেছে। জার্মানির জার্সিতে ১১৩ ম্যাচ খেলেছেন ৩৩ বছর বয়সী এ ডিফেন্ডার। জয় করেছেন বিশ্বকাপ শিরোপা। বায়ার্ন মিউনিখের জার্সিতে খেলেছেন ৫০১ ম্যাচ। জার্মান বুন্দেস লিগায় ৭টি শিরোপা জিতেছেন তিনি। জার্মান কাপ জিতেছেন ৬টি। জয় করেছেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাও। এ ছাড়া ফিফা ক্লাব বিশ্বকাপ এবং উয়েফা সুপার কাপও জয় করেছেন বায়ার্ন মিউনিখের জার্সিতে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর