শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

দ্বিতীয় রাউন্ড শেষে ১৪তম সিদ্দিকুর

ক্রীড়া প্রতিবেদক

দ্বিতীয় রাউন্ড শেষে ১৪তম সিদ্দিকুর

মালয়েশিয়ার মেব্যাংক চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় রাউন্ড শেষে যৌথভাবে ১৪তম হয়েছেন বাংলাদেশের গলফার সিদ্দিকুর রহমান। প্রথম রাউন্ডে ছিলেন ১৯তম। গতকাল আরও ভালো করেছেন। ৩০ লাখ ডলার প্রাইজমানির এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন বিশ্বের তারকা গলফাররা। এশিয়ান ট্যুরের ‘অর্ডার অব মেরিট’ এর শীর্ষস্থানে থাকা থাই গলফার প্রায়াদ এই টুর্নামেন্টে ‘কাট’ পাননি। ‘কাট’ মিস করেছেন সদ্য সমাপ্ত বসুন্ধরা ওপেনে চ্যাম্পিয়ন আরেক থাই গলফার জাজ জানেওয়াতানন্দ। পারের চেয়ে মোট ১২ শট কম খেলে শীর্ষে উঠেছেন অস্ট্রিয়ার গলফার বার্নড ওয়েসবাজার। ইংল্যান্ডের ড্যানি উইলেট পারের চেয়ে ১১ শট কম খেলে রয়েছেন দ্বিতীয় স্থানে। পারের চেয়ে ১০ শট কম খেলে তৃতীয় স্থানে রয়েছেন ফ্রান্সের মাইকেল লয়েনজো।

গতকাল সিদ্দিকুর পারের চেয়ে তিন শট কম খেলেছেন। দুই রাউন্ড মিলে মোট ছয় শট কম খেলেছেন। গতকাল সিদ্দিকুরের শুরুটা হয়েছিল দারুণ। প্রথম তিন হোলে তিনি দুই বার্ডি পেয়ে যান। কিন্তু পঞ্চম হোলে গিয়ে বগি খেতে হয়। অষ্টম ও ১৩তম হোলে দুই বার্ডি। কিন্তু ১৫তম হোলে আবারও বগি। তবে ১৭তম হোলে বার্ডি করে ১৪তম স্থানে উঠে আসেন।

সর্বশেষ খবর