বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
কিরণের একি কাণ্ড!

মহিলা ফুটবল দল সিঙ্গাপুরে যাচ্ছে আজ

ক্রীড়া প্রতিবেদক

পুরুষ ফুটবলারদের বিদেশে আপাতত ট্যুর বন্ধ। মহিলা ফুটবলারদেরই সময় এখন। ভারতে সাফ চ্যাম্পিয়নশিপের পর জাপান সফর। আজ আবার অনূর্ধ্ব ১৬ দলের মেয়েরা সিঙ্গাপুর যাচ্ছে। দলে সাবিনাসহ কজন সিনিয়র খেলোয়াড়ও সফরসঙ্গী হচ্ছেন। ১৬-১৮ ফেব্রুয়ারি সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও স্বাগতিক দেশ ও মালয়েশিয়া অংশ নেবে। সেপ্টেম্বরে থাইল্যান্ডে অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে অংশ নেবে। মূলত এই লড়াইয়ে প্রস্তুতি হিসেবে মহিলা দল এই সফরে যাচ্ছে। যাওয়ার আগে রীতি অনুযায়ী সংবাদ সম্মেলনের ডাক দিয়েছিল বাফুফে। কোচ ও অধিনায়ক সফর ঘিরে কি বলবেন সেই উদ্দেশ্যে মিডিয়াকর্মীরা পেশাগত দায়িত্ব পালনে বাফুফে ভবনে হাজির হয়। কিন্তু সংবাদ সম্মেলনে বাফুফে মহিলা উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ থাকায় সংবাদ সম্মেলন বয়কট করেন সাংবাদিকরা। কিরণকে ঘিরে মিডিয়ার কোনো আপত্তি ছিল না। এমন পরিস্থিতি তৈরি করেছেন তিনি নিজেই। কারণ   রবিবার সংবাদ সম্মেলনে কিরণ বলেছিলেন, ভুটানের কাছে হারার পর মিডিয়ার নেতিবাচক খবরের কারণেই মেয়েদের ফুটবলে পৃষ্ঠপোষকতা আসছে না। এমন আপত্তিকর বক্তব্যের পরই সাংবাদিকরা কিরণকে বয়কট করার সিদ্ধান্ত নেন। অবশ্য সাংবাদিকরা বারবার অনুরোধ করে কিরণকে বাদ দিয়ে সংবাদ সম্মেলন করার। কিন্তু বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়ে দেন এটা সম্ভব না। তাই অপেক্ষা করেও সাংবাদিকরা চলে যান।

সর্বশেষ খবর