মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

পরিবর্তন আসছে দলে!

ক্রীড়া প্রতিবেদক

পরিবর্তন আসছে দলে!

শ্রীলঙ্কার সফরের জন্য বাংলাদেশ টেস্ট দল ঘোষণা হবে আজ। এই সফরে বাংলাদেশ দুই টেস্ট, তিন ওয়ানডে ও দুই টি-২০ খেলবে। প্রথম হবে দুই টেস্ট। প্রথম  টেস্টটি ৭ মার্চ শুরু, গল আন্তর্জাতিক স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্টটি শুরু হবে ১৫ মার্চ কলম্বোর পি সারা স্টেডিয়ামে। এই দুই টেস্টের জন্যই আজ দল ঘোষণা করছে বিসিবি। ১৬ জনের দল ঘোষণা করবে বিসিবি। ইনজুরির কথা মাথায় রেখেই দলে একজন ক্রিকেটারকে বেশি রাখছেন নির্বাচকরা। ভারতের দল থেকে কয়েকটি পরিবর্তন হতে পারে। দলে ফিরছেন মুস্তাফিজ ও লিটন কুমার দাস। গতকাল বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান ও সাবেক জাতীয় দলের অধিনায়ক আকরাম খান বলেন, ‘মুস্তাফিজ তো আমাদের অটোমেটিক চয়েজ।  ওর সমস্যা হলো ফিটনেসটা। ও যদি ফিট হয় তো অটোমেটিক দলে আসবে এটা সবাই জানে। সে আমাদের খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তার ফিটনেস নিয়ে আমরা সবাই খুব সিরিয়াস। ওকে আমরা ওভাবেই নার্সিং করছি। ওর পেছনে আমরা ট্রেনারকে কাজ করতে দিয়েছি। আলাদাভাবে ফিজিও কাজ করছে। ওকে আমরা খুব ভালোভাবে দেখাশুনা করছি। কারণ আমরা সবাই জানি ও খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড় বাংলাদেশ দলের জন্য।’ ভারতের বিরুদ্ধে টেস্টে কিপিংয়ে বেশ কয়েকটি উইকেট শিকারের সুযোগ মিস করেছেন মুশফিক। তবে একসঙ্গে নেতৃত্ব, কিপিং ও ব্যাটিং নিয়ে মুশি ক্লান্তবোধ করলে তার ব্যাকআপ হিসেবেই লিটন কুমার দাসকে রাখা হতে পারে। তবে এই সিরিজে উইকেটের পেছনে কে থাকবেন তা নির্ভর করছে মুশফিকের সিদ্ধান্তের ওপর। আকরাম খান বলেন, ‘মুশফিক যদি মনে করে ও টায়ার্ড, তার কিপিং , ক্যাপ্টেন্সি ও ব্যাটিং; অর্থাত্ একই সময়ে তিনটা পার্ট নিয়ে ওকে ভাবতে হচ্ছে। ও কি বলে, সেটা না জেনে আমাদের আসলে কিছু বলা উচিত হবে না।’

আকরাম বলেন, ‘দেখেন আমরা শেষ যে টেস্ট খেলেছি সেখানে পাঁচদিন পর্যন্ত দল খুবই ভালো খেলেছে। মাঠে কিন্তু বেশি সময় মুশফিকই ছিল। এখন গুরুত্বপূর্ণ হচ্ছে ওর আইডিয়াটা কি, আর ও কি চাচ্ছে। আমি মনে করি আমাদের আস্থা আছে ওর ওপর। ওর মতামতটা খুবই দরকার। এটা ১০০ পারসেন্ট নিশ্চিত যে, ও যা চায় আমরা সেটাই সাপোর্ট করব।’

শ্রীলঙ্কার সফরের দলে বাদ পড়তে যাচ্ছেন ইমরুল কায়েস। তার জায়গায় তামিমের সঙ্গী হিসেবে দেখা যেতে পারে সৌম্য সরকারকেই। তবে শেষ পর্যন্ত যদি লিটনকে দলে নেওয়া হয় সেক্ষেত্রে বাদ পড়তে পারেন নুরুল হাসান সোহান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর