মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

মেসির পেনাল্টিতে বার্সার রক্ষা

ক্রীড়া ডেস্ক

মেসির পেনাল্টিতে বার্সার রক্ষা

লুইস এনরিকের তীব্র সমালোচনা হচ্ছে কাতালুনিয়া। বার্সেলোনার এ কোচ নাকি দলকে ঠিকমতো সামলাতে পারছেন না। গুরুর এমন অপমান সহ্য করতে পারছে না শিষ্যরা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ফরাসি ক্লাব পিএসজির কাছে বিধ্বস্ত বার্সেলোনা স্প্যানিশ লা লিগার ম্যাচে রবিবার লেগ্যানেসের বিপক্ষে ২-১ ব্যবধানের ঘাম ঝরানো জয় পেয়েছে। এ জয়ের পর অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্ত দৃপ্ত কণ্ঠে ঘোষণা করেছেন, এনরিকের ওপর আস্থা হারায়নি বার্সা।

রেলিগেশন তালিকায় থাকা লেগ্যানেসের বিপক্ষে ন্যু ক্যাম্পে আরও একবার ব্যর্থ হতে যাচ্ছিল বার্সেলোনা। তবে লিওনেল মেসির দারুণ পেনাল্টিতে পুরো তিন পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে লুইস এনরিকের দল। রবিবার রাতে বার্সেলোনা শুরুতে মেসির গোলে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে লেগ্যানেসকে সমতায় ফেরান উনাই লোপেজ। ১-১ সমতায় শেষ হতে যাওয়া ম্যাচের শেষ দিকে আর্জেন্টিনার অধিনায়ক ফের বল জালে পাঠালে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত হয় বর্তমান চ্যাম্পিয়নদের। এমএসএন-এর নৈপুণ্যে ঘরের মাঠে বার্সেলোনার শুরুটা হয় দুর্দান্ত। নেইমারের বাঁদিকে বাড়ানো রক্ষণচেরা পাস ধরে ছয় গজ বক্সে ক্রস দেন লুইস সুয়ারেজ। আর ডান দিক দিয়ে ভিতরে ঢোকা মেসি টোকা দিয়ে ফাঁকা জালে বল পাঠান। দ্বিতীয়ার্ধে অবশ্য এই গোল শোধ করে দেন উনাই। তবে লেগ্যানেস দ্বিতীয়ার্ধে বেশ কিছু দুরন্ত আক্রমণ করে। বার্সেলোনার গোলরক্ষক টার স্টেগানকে কঠিন পরীক্ষাই দিতে হয় রবিবার। লিওনেল মেসি ম্যাচের শেষ মুহূর্তে পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হলে আরও একবার পয়েন্ট হারিয়েই মাঠ ছাড়ত বার্সেলোনা। স্প্যানিশ লা লিগায় ১৯ গোল নিয়ে লিগের গোলদাতার তালিকায় এককভাবে শীর্ষে উঠলেন মেসি। সুয়ারেজের গোল ১৮টি। ১৪ গোল নিয়ে তিন নম্বরে অবস্থান করছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এ জয়ে ২৩ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বার্সেলোনা। দুই ম্যাচ কম খেলে ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। তৃতীয় স্থানে নেমে যাওয়া সেভিয়ার পয়েন্ট ৪৯।

সর্বশেষ খবর