বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

‘মেসি কেন ব্রাজিলিয়ান হলো না’

ক্রীড়া ডেস্ক

‘মেসি কেন ব্রাজিলিয়ান হলো না’

এবার লিওনেল মেসির প্রশংসা করলেন ব্রাজিলের কোচ তিতে। তিনি মেসির নৈপুণ্যে মুগ্ধ। ওর মানের ফুটবলার আর্জেন্টিনায় জন্মেছে এটা দেশটির ভাগ্যই বলতে হয়। আমার আফসোস ওর মতো খেলোয়াড় কেন ব্রাজিলে নেই। জাতীয় দলের হয়ে এখনো কোনো বড় সাফল্য পাননি মেসি। ২০১৪ সালে ফাইনালে উঠেও আর্জেন্টিনা বিশ্বকাপে রানার্সআপ হয়েছে। তবে ক্লাব ফুটবলে মেসির জুড়ি নেই। বার্সেলোনার হয়ে সব শিরোপাই জিতেছেন। ব্যক্তিগত সাফল্যও আকাশছোঁয়ার মতোই। পাঁচবার পেয়েছেন বিশ্বসেরা ফুটবলারের পুরস্কার। ফুটবল বিশ্বে ল্যাটিন আমেরিকার দুই দেশ আর্জেন্টিনা ও ব্রাজিল।

সেখানে শত্রু শিবিরের খেলোয়াড় হলেও মেসির ভূয়সী প্রশংসা করেছেন তিতে। স্প্যানিশ ক্রীড়া দৈনিক এএসকে তিনি বলেন, ‘হ্যাঁ, আমি চাইতাম, মেসি ব্রাজিলে জন্ম নিক। কারণ ওর মতো খেলোয়াড় পাওয়া মানে একাই ১০০ জনের কাজ করে ফেলা।’ তিতে বলেন, আহ্, নেইমার ও মেসি যদি একসঙ্গে ব্রাজিল দলে খেলত তাহলে আমি নিশ্চিত করে বলতে পারতাম বিশ্বকাপে আমাদের সামনে কেউ দাঁড়াতে পারত না।

সর্বশেষ খবর