বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

দুই প্যানেলে বিওএর নির্বাচন!

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) বর্তমান নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে। তবে নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত বর্তমান কমিটিই দায়িত্ব পালন করবে। নির্বাচনের তফসিল এখনো ঘোষণা হয়নি। কিন্তু মার্চের শেষ বা এপ্রিলের প্রথম দিকে নির্বাচনের তারিখ নির্ধারণ হতে পারে। গতবার বিওএর নির্বাচনকে ঘিরে উত্তেজনা ছিল না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় কমিটি গঠিত হয়। এবার মনে হয় সে অবস্থা থাকবে কিনা সংশয় রয়েছে। ভাবা হচ্ছিল সৈয়দ শাহেদ রেজা আবারও মহাসচিব পদে নির্বাচিত হবেন। না, এই গুরুত্বপূর্ণ পদে শক্তিশালী প্রার্থীই প্রতিদ্বন্দ্বিতা করবেন। কিছু দিন আগে শুটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ইন্তেখাবুল হামিদ ঘোষণা দিয়েছেন তিনি বিওএর মহাসচিব পদে প্রার্থী হবেন। সত্যি যদি তিনি  এই পদে নির্বাচন করে তাহলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা আছে। তাছাড়া একজন অভিজ্ঞ ক্রীড়া সংগঠকেরও মহাসচিব পদে নির্বাচন করার কথা শোনা যাচ্ছে। তাহলে কি এবার বিওএর নির্বাচনে দুটি প্যানেল হচ্ছে? এ ব্যাপারে বিওএর কোনো কর্মকর্তা মুখ খুলছেন না। বর্তমান কমিটির কোষাধ্যক্ষ কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল বলেন, অনেক গুঞ্জনই শুনছি তবে এ বিষয়ে আমার কিছু জানা নেই। চপল বিষয়টি এড়িয়ে গেলেও সহ-সভাপতি ও উপ-মহাসচিব পদে একাধিক প্রার্থীর নাম শোনা যাচ্ছে। নির্বাহী সদস্য পদেও অনেকে নির্বাচন করতে আগ্রহী। কেউ কেউ আবার চাচ্ছেন সমঝোতা করে কমিটি গঠন করতে। এ নিয়ে আলোচনারও কথা শোনা যাচ্ছে। এখনো সময় আছে তাই নির্বাচনে দুই প্যানেল হবে কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিষয়টি নির্ভর করছে প্রভাবশালী মহলের হস্তক্ষেপের ওপর। তারা ব্যর্থ হলে দুই প্যানেলে বিভক্ত হয়ে বিওএর নির্বাচন হলে অবাক হওয়ার কিছু থাকবে না।

সর্বশেষ খবর