বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

টেলরের রেকর্ডের ম্যাচে নিউজিল্যান্ড হাসল

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ সিরিজের আগে চোখে অস্ত্রোপচার করেছিলেন রস টেলর। অস্ত্রোপচারের পর যেন ফর্মের শিখরে উঠেছেন। নামলেই তার ব্যাট কথা বলছে। সেঞ্চুরি করছেন প্রতিটি সিরিজে। বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করে নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরিয়ান হিসেবে স্পর্শ করেছিলেন নাথান অ্যাস্টলকে। গতকাল ১০২ রানের অপরাজিত ইনিংস খেলে টপকে গেছেন অ্যাস্টলকে। ১৭ সেঞ্চুরি করে এককভাবে তিনি এখন নিউজিল্যান্ডের ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ সেঞ্চুরিয়ান। শুধু সেঞ্চুরিতেই থেমে থাকেননি, ৬ হাজারি ক্লাবেও নাম লিখেছেন। টেলরের রেকর্ড গড়া ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ড ৬ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। ৫ ম্যাচ ওয়ানডে সিরিজে এখন ১-১ সমতা। সিরিজের প্রথম ওয়ানডে জিতেছিল সফরকারী প্রোটিয়ারা। ওই জয়ে টানা ১২ ম্যাচ জেতার নিজেদের পুরনো রেকর্ড স্পর্শ করেছিল তারা। কাল সেটা টপকে যেতেই নেমেছিল। কিন্তু পারেনি। ক্রাইস্টচার্চে প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৪ উইকেটে ২৮৯ রান করে নিউজিল্যান্ড। ৫৩ রানে দুই ওপেনারের বিদায়ের পর জুটি বাঁধেন অধিনায়ক কেন উইলিয়ামসন ও সাবেক অধিনায়ক টেলর। দুজনে যোগ করেন ১০৪ রান ১৭.৩ ওভারে। উইলিয়ামসন ৬৯ রানে সাজঘরে ফিরলেও টেলর অপরাজিত থাকেন ১০২ রানে। ১১০ বলের ইনিংসটিতে ছিল না কোনো ওভার বাউন্ডারি। ৮টি বাউন্ডারি হাঁকান তিনি।

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড : ২৮৯/৪, ৫০ ওভার (উইলিয়ামসন ৬৯, টেলর ১০২*, নিশাম ৭১*; প্রিটোরিয়াস ২/৪০)।

দক্ষিণ আফ্রিকা : ২৮৩/৯, ৫০ ওভার (ডি কক ৫৭, ডি ভিলিয়ার্স ৪৫, প্রিটোরিয়াস ৫০, বুল্ট ৩/৬৩, স্যান্টনার ২/৪৬)

ফল : নিউজিল্যান্ড ৬ রানে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ : রস টেলর।

সর্বশেষ খবর