শিরোনাম
বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

কঠিন পরীক্ষায় ঢাকা আবাহনী

ক্রীড়া প্রতিবেদক

ঢাকা আবাহনীর শেষ পরীক্ষা আজ। শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে তারা টিকে থাকবে কিনা আজকের ম্যাচের ওপর নির্ভর করছে। সন্ধ্যা ৭টায় এমএ আজিজ স্টেডিয়ামে কিরগিজস্তান আলগা এফসির বিপক্ষে লড়বে আবাহনী। টানা দুই ম্যাচ হেরে আলগার সেমিফাইনালের সম্ভাবনা শেষ হয়ে গেছে। অন্যদিকে আবাহনী দুই ম্যাচে ১ পয়েন্ট পাওয়ায় এখনো আশা জাগিয়ে রেখেছে। সেক্ষেত্রে আলগার বিপক্ষে ম্যাচ জিততেই হবে। পুরো পয়েন্ট পেলে আবাহনী সেমিফাইনালে উঠে যাবে তাও নয়। প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার পোচন সিটিজেন ক্লাব বড় ব্যবধানে হারতে হবে। তাহলে পেশাদার লিগ চ্যাম্পিয়নরা গোল ব্যবধানে শেষ চারে জায়গা করে

নিতে পারবে।

পোচনের প্রতিপক্ষ মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাব। যারা প্রথম দুই ম্যাচ জিতে ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে। ধরলাম আজকের ম্যাচে টিসি স্পোর্টস জিতে যাবে। কিন্তু পোচনতো আর এত দুর্বল দল নয় যে তারা গোলের বন্যায় ভেসে যাবে। ড্র তো বটেই তবে আবাহনী যদি দ্বিতীয় ম্যাচে ১-০ গোলে জিতেও যায় আর পোচন ১-০ গোলে হেরেও যায় তাহলে গোল ব্যবধানে গ্রুপ রানার্সআপ হয়ে সেমিতে চলে যাবে। গতবার আবাহনী গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল। এই লজ্জা ঠেকাতে তাদেরকে আজ কঠিন পরীক্ষায় নামতে হচ্ছে। অর্থাৎ অসম্ভবকে সম্ভব করতে হবে। তা না হলে বিদায়।

সর্বশেষ খবর