শিরোনাম
বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

চ্যাম্পিয়ন্স ট্রফি ঢাকায় আসবে ১৮ মার্চ

ক্রীড়া প্রতিবেদক

চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুতে নাম ছিল নকআউট বিশ্বকাপ। ২০০৬ সাল পর্যন্ত নিয়মিত নকআউট বিশ্বকাপে খেলেছে বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফি নামকরণ হওয়ার পর থেকেই বাংলাদেশ দর্শক। এবার ৯ বছর পর র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দলে থেকে খেলার সুযোগ করে নিয়েছে। আগামী মে-জুনে ইংল্যান্ডে মর্যাদার এই চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসবে। বিশ্বকাপ ক্রিকেটের পর দ্বিতীয় বৃহত্তম এই টুর্নামেন্টটি শুরু হতে বাকি আরও ৯৮ দিন। এরই মধ্যে আইসিসিতে শুরু হয়ে গেছে ১০০ দিনের কাউন্ট ডাউন। কাউন্ট ডাউন উপলক্ষে আবুধাবিতে আইসিসি হেড কোয়ার্টারে অনুষ্ঠিত হলো ট্রফি উন্মোচন অনুষ্ঠান। চ্যাম্পিয়ন্স ট্রফির ট্রফি উন্মোচন করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। ভারতের মুম্বাই শহর থেকে ট্রফির বিশ্বভ্রমণ শুরু হবে ২ মার্চ। অংশগ্রহণকারী ৮ দেশের ১৯ শহরে প্রদক্ষিণ করবে ট্রফিটি। মুম্বাই ছাড়াও বেঙ্গালুরু ও দিল্লিতে ১৩ দিন অবস্থান করবে ট্রফিটি। এরপর চারদিনের জন্য বাংলাদেশে আসবে নিশান ট্রফিটি ১৮ মার্চ। ২২ মার্চ ট্রফিটি যাবে শ্রীলঙ্কার কলম্বো, সেখান থেকে ২৮ মার্চ ট্রফি যাবে পাকিস্তানের করাচিতে। পাকিস্তান থেকে ট্রফিটি ৪ এপ্রিল যাবে দক্ষিণ আফ্রিকা, ১৫ এপ্রিল নিউজিল্যান্ড, ১৯ এপ্রিল অস্ট্রেলিয়ায়। মেলবোর্ন ও সিডনি সফর করে ২৭ এপ্রিল ট্রফিটি যাবে ইংল্যান্ডে। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর এক মাস আগে লন্ডন পৌঁছাবে ট্রফিটি।

সর্বশেষ খবর