শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বাদাম বিক্রেতা থেকে বিশ্বসেরা

ক্রীড়া প্রতিবেদক

বাদাম বিক্রেতা থেকে বিশ্বসেরা

রোল বল বিশ্বকাপের সেরা খেলোয়াড় বাংলাদেশের হৃদয়ের হাতে এক লাখ টাকার চেক তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাদাম বিক্রি করে কিশোর বয়সেই সংসার চালাতেন দ্বীন হাসান হৃদয়। সেই হৃদয়ই দেশবাসীর হৃদয়ে জায়গা করে নিলেন। ঢাকায় অনুষ্ঠিত রোল বল বিশ্বকাপে পুরুষ বিভাগে বাংলাদেশ চতুর্থ স্থান দখল করেছে। কিন্তু হৃদয় হয়েছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়। গতকাল সেরা খেলোয়াড়ের পুরস্কারটি নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকেই। সঙ্গে ১ লাখ টাকার চেক। পুরস্কার পেয়ে চোখের পানি আর ধরে রাখতে পারেনি হৃদয়। সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম করল ১৩ বছরের কিশোর। শেখ হাসিনা আদর করে তার মাথায় হাত বুলিয়ে দেন। পিতৃহীন যে কিশোর বাদাম বিক্রি করে সংসার চালাত সেই কিনা এখন জাতীয় হিরো। কোনো বিশ্বকাপে এই প্রথম বাংলাদেশের কোনো খেলোয়াড় সেরা খেলোয়াড়ের পুরস্কার পেলেন। বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের ক্রেস্টের মর্ম বোঝার মতো পরিপক্বতা হয়তো এখনো আসেনি হৃদয়ের মনে। কিন্তু সংসার জীবনে টাকার প্রয়োজনীয়তা এ বয়সে ঠিকই বুঝেছে সে। যার কাছে ১০ টাকার একটি নোটের ওজনই ছিল বিশাল, এখন সেই হৃদয়ের হাতে লাখ টাকার চেক। রাতারাতি লাখোপতি হয়ে যাওয়াটাও যে তার কল্পনার বাইরে। হৃদয় লাখোপতি হয়েছে ১৬ কোটি মানুষের হৃদয় জয় করে। রোল বল সেদিনও দেশের অপরিচিত খেলা হলেও হৃদয় ক্যারিশমায় এখন তা চিনে ফেলেছেন অনেকেই। হৃদয় ৮ ম্যাচে গোল করেছেন ২৯টি। আশ্চর্যও বটে। অনেকে তাই বলছেন হৃদয় এখন পরিচয় হতে পারে রোল বলের মেসি বা রোনালদো বলেই। হৃদয়ও জানতো না রোল বল যে একটা খেলা। অনুশীলনে খেলোয়াড় কম থাকায় এক কর্মকর্তা তাকে কোটে নামিয়ে দেন। ব্যস্ এ থেকেই ভাগ্য খুলে যায় হৃদয়ের। অভিষেকটা হয় সরাসরি বিশ্বকাপেই।

সর্বশেষ খবর