শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

রুস্টভের মুখোমুখি ম্যানইউ

ক্রীড়া প্রতিবেদক

রুস্টভের মুখোমুখি ম্যানইউ

ফরাসি ক্লাব সেন্ট এতিয়েন্তকে হারিয়ে উয়েফা ইউরোপা লিগের শেষ ষোল নিশ্চিত করেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। হোসে মরিনহোর শিষ্যরা দুই লেগেই জয় পেয়েছে। এবার রেড ডেভিলদের লড়তে হবে রুশ প্রতিপক্ষ রুস্টভের সঙ্গে। গতকালের ড্রয়ে শেষ ষোলতে রুশ প্রতিপক্ষ পেয়েছেন হোসে মরিনহো। অবশ্য ম্যানইউ এগিয়ে চললেও ইউরোপা লিগে নকআউট পর্বের প্রথম পর্ব থেকেই বিদায় নিয়েছে আরেক ইংলিশ ক্লাব টটেনহ্যাম। বৃহস্পতিবার তারা বেলজিয়ান ক্লাব জেন্টের সঙ্গে নিজেদের মাঠে ২-২ গোলে ড্র করেছে। প্রথম লেগে টটেনহ্যামকে ১-০ গোলে হারিয়েছিল জেন্ট। এর ফলে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে শেষ ষোল নিশ্চিত করেছে বেলজিয়ানরা। শেষ ষোলতে তারা স্বদেশি প্রতিপক্ষ জেঙ্কের মুখোমুখি হচ্ছে। এদিকে গত দুবার উয়েফা ইউরোপা লিগে চ্যাম্পিয়ন ছিল স্প্যানিশ ক্লাব সেভিয়া। এবার শেষ ষোলতে স্প্যানিশ ক্লাবগুলোর মধ্যে টিকে আছে কেবল সেল্টা ভিগো।

তারা শেষ ষোলতে রুশ ক্লাব ক্র্যাসনোদারের মুখোমুখি হচ্ছে।

সর্বশেষ খবর