রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

আত্মবিশ্বাসী মুস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক

আত্মবিশ্বাসী মুস্তাফিজ

ক্রিকইনফো-২০১৬ টি-২০ বর্ষসেরা বোলারের ট্রফি হাতে মুস্তাফিজ

শ্রীলঙ্কা সফরে মুস্তাফিজুর রহমান টেস্ট খেলবেন কি না, এ নিয়ে সন্দেহ ছিল। ছিল সংশয়। ডাক্তারের ফিটনেস সার্টিফিকেট পাওয়ার পরও ভারতে ঐতিহাসিক টেস্ট খেলেননি। হায়দরাবাদ টেস্ট না খেলায় অনেকেই সন্দেহ পোষণ করেছিলেন তার মানসিকতা নিয়ে। কাঁধের ইনজুরি কাটিয়ে নিউজিল্যান্ড সফর করলেও টেস্ট খেলেননি। যদিও ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলেছিলেন। কিন্তু ভারত সফরে টেস্ট খেলতে না যাওয়ায় যে প্রশ্নের জন্ম নিয়েছিল, সেটা কাটিয়ে ফেরেন বিসিএলে খেলে। বিসিএলে তিনি দুটি ম্যাচ খেলেন। আত্মবিশ্বাসী ঢঙে বোলিং করেন পূর্ণ গতিতে। দুই ম্যাচে ৪ উইকেট পেলেও ছন্দে ছিলেন পুরোপুরি। আর তাতেই বাজিমাত! নির্বাচক প্যানেল কোনো দ্বিধা না করেই শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের স্কোয়াডে জায়গা দেন ‘কাটার মাস্টার’ মুস্তাফিজকে। মুস্তাফিজও টেস্ট স্কোয়াডে ফিরে আত্মবিশ্বাসী। গতকাল মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে নিজের ছন্দে থাকার কথাই বলেন ক্রিকইনফোর ২০১৬ সালের টি-২০ ক্রিকেটের সেরা বোলারের পুরস্কার জেতা মুস্তাফিজ। বোলিং কোচ কোর্টনি ওয়ালশ নেই। তিনি সরাসরি শ্রীলঙ্কা সফরে দলের সঙ্গে যোগ দিবেন। ক্যারিবিয়ান লিজেন্ড না থাকলেও দলের পেসারদের পুরোপুরি দেখভাল করছেন হেড কোচ চন্ডিকা হাতুরাসিংহে। হাতুরা পেসারদের পরিকল্পনা এঁকে দিচ্ছেন শ্রীলঙ্কা সফরে কি করলে সাফল্য পাওয়া যাবে। পেসাররাও সেই পরিকল্পনা অনুসরণ করে বোলিং করে যাচ্ছেন। গত দুদিন ধরে পেসাররা ধীরগতির উইকেটে বোলিং করে নিজেদের মানিয়ে নিচ্ছেন। অনুশীলনের ফাঁকে গতকাল ২০১৭ সালের ক্রিকইনফোর বর্ষসেরা টি-২০ বোলার মুস্তাফিজ নিজের ছন্দে থাকার কথাই বলেছেন আত্মবিশ্বাসী কণ্ঠে, ‘নিউজিল্যান্ড সফরে থাকলেও টেস্ট খেলা হয়নি। ভারতে যাইনি। তবে বিসিএল খেলেছি। আমার বিশ্বাস পুরোপুরি ছন্দেই রয়েছি। কোনো সমস্যা নেই বোলিংয়ে।’ গত বছর কাউন্টি ক্রিকেট খেলার সময় কাঁধে ব্যথা পেয়েছিলেন মুস্তাফিজ। পরে সেখানে অস্ত্রোপচার করা হয়। সেই অস্ত্রোপচারের পর নিউজিল্যান্ড সফরে ফিরেন। সফরে ওয়ানডে ও টি-২০ খেললেও ঠিক ছন্দে ছিলেন না। কিন্তু বিসিএল খেলে এখন ফিরে পেয়েছেন ছন্দ। বিসিএলে খুব বেশি উইকেট না পেলেও আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন পুরোপুরি, ‘আমি এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। বোলিং করার সময় কোনো অস্বস্তি নেই।’

আগামীকাল দুই টেস্ট খেলতে ঢাকা ছাড়বেন মুস্তাফিজরা। ৭-১১ মার্চ গলে প্রথম এবং ১৫-১৯ মার্চ কলম্বোয় দ্বিতীয় টেস্ট খেলবে টাইগাররা। কলম্বোর টেস্টটি আবার বাংলাদেশের ১০০ নম্বর টেস্ট। সে হিসেবে এবারের শ্রীলঙ্কা সফর বাংলাদেশের জন্য ঐতিহাসিকই।  

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর