রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বার্সা রিয়ালের কঠিন পরীক্ষা আজ

ক্রীড়া ডেস্ক

বার্সা রিয়ালের কঠিন পরীক্ষা আজ

স্প্যানিশ লা লিগা আরও একবার জমে উঠেছে। গত সপ্তাহে ভ্যালেন্সিয়ার কাছে রিয়াল মাদ্রিদের পরাজয় বার্সেলোনার সামনে এনে দিয়েছে দারুণ সুযোগ। ২২ ম্যাচে ৫২ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের পিছনেই আছে বার্সেলোনা। কাতালানরা ২৩ ম্যাচে ৫১ পয়েন্ট সংগ্রহ করে দুই নম্বরে অবস্থান করছে। তবে এই ব্যবধান যে ঘুচে যেতে পারে, তা স্বীকার করেন রিয়াল কোচ জিনেদিন জিদানও। আজ লা লিগায় গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামছে ফেবারিট বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ। বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা ভিসেন্ট ক্যালডেরনে মুখোমুখি হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদের। অন্যদিকে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে ভিয়ারিয়ালের। চলতি মৌসুমে লা লিগায় বার্সেলোনা-অ্যাটলেটিকোর আগের ম্যাচটা ১-১ গোলের ড্রতে শেষ হয়েছিল। আজ কী হতে যাচ্ছে! শিরোপার লড়াইয়ে টিকে থাকার জন্য বার্সেলোনার সামনে জয়ের বিকল্প নেই। অন্যদিকে অ্যাটলেটিকো মাদ্রিদ আজ জিতে শীর্ষ চারে থাকাটা নিশ্চিত করতে পারে। এদিকে রিয়াল মাদ্রিদের জন্যও আজকের ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। হেরে গেলে বিপদেই পড়তে হবে জিদানের শিষ্যদের। এমনকি শীর্ষস্থানও হারাতে হতে পারে! চলতি মৌসুমে ভিয়ারিয়ালের সঙ্গে প্রথম সাক্ষাতে ১-১ গোলে ড্র করেছিল রিয়াল মাদ্রিদ। আজ লস ব্ল্যাঙ্কোসদের সামনেও জয়ের বিকল্প নেই শিরোপার লড়াইয়ে এগিয়ে থাকার জন্য।

সর্বশেষ খবর