রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ট্রফি উঠবে কার হাতে

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

ট্রফি উঠবে কার হাতে

 শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের গ্রুপ পর্বের ম্যাচ শেষে এখন শীর্ষ চার দলের লড়াইয়ের অপেক্ষা। আগামীকালই শুরু হচ্ছে ফাইনালে উঠার লড়াই। ফুটবলপ্রেমীদের মধ্যে আনাগোনা শুরু হয়ে গেছে শিরোপা কার ঘরে? বর্তমান চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনী শক্তি সামর্থ্যে এগিয়ে থাকলেও খুব একটা পিছিয়ে নেই টিসি স্পোটর্স, মানাং মার্সিয়াংদি এবং পোচন সিটিজেন এফসি। তাই এ টুর্নামেন্ট শিরোপা দৌড়ে এককভাবে এগিয়ে নেই কোনো দল। এবারে শিরোপার দৌড়ে এগিয়ে রয়েছে প্রথম আসরের চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনী। দ্বিতীয় আসরে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমি ফাইনাল নিশ্চিত করে নীল আকাশীরা। তারা গ্রুপ পর্বের তিন ম্যাচের মধ্যে এক জয় ও দু ড্র নিয়ে অপরাজিতই রয়েছে। মামুনুল, জামাল ভুইয়া, নাসিরদের সঙ্গে বিদেশি ওয়ালসন, কিংসলে, থিয়াগো সিলভাদের সমন্বয়ে দুর্ধর্ষ একটি দল গঠন করেছে চট্ট. আবাহনী। নিজেদের মাঠ এবং সমর্থকদের সঙ্গে নিয়ে যে কোনো প্রতিপক্ষকেই উড়িয়ে দিতে পারেন মামুনুল বাহিনী। তাই শিরোপার দৌড়ে অন্যদের চেয়ে কিছুটা এগিয়ে রয়েছে স্বাগতিকরা। ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে মালদ্বীপের টিসি স্পোটর্স। এই গ্রুপে ঢাকা আবাহনী ও এফসি আলগার মতো দলগুলো অসহায় আত্মসমর্পণ করেছে দ্বীপরাষ্ট্রের এ দলের কাছে। তারা গ্রুপ পর্বে তিন ম্যাচের মধ্যে দুটিতে জয় এবং একটি ড্র করে নিজেদের শক্তি সামর্থ্যের কথা ভালোই জানান দিয়েছে। অন্যদেরও সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর