শিরোনাম
মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

টানা তৃতীয় সেঞ্চুরি নাঈমের

ক্রীড়া প্রতিবেদক

আবারো সেঞ্চুরি করেছেন নাঈম ইসলাম। বিসিএলে এটি তার টানা তৃতীয় সেঞ্চুরি। প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরি যেন তার কাছে ডালভাত! এবারের এই আসরে পাঁচ ম্যাচে কাল চতুর্থ সেঞ্চুরি করেন। সব মিলে প্রথম শ্রেণির ক্রিকেটে নাঈমের ২১তম সেঞ্চুরি এটি। সেঞ্চুরি করার দিক থেকে এখন তার সামনে কেবল তুষার ইমরান। গতকাল সেঞ্চুরি পূর্ণ করেছেন উত্তরাঞ্চলের আরেক ব্যাটসম্যান নাজমুল হাসান শান্ত। জোড়া সেঞ্চুরিতে বিসিএলের পঞ্চম রাউন্ডের দ্বিতীয় শেষে ৬ উইকেটে ৪২২ রান করেছে উত্তরাঞ্চল। চট্টগ্রামে দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে সেঞ্চুরি করেছেন পূর্বাঞ্চলের আফিফ হোসেন। তিন ম্যাচে এটা তার দ্বিতীয় সেঞ্চুরি। বিপিএলের অভিষেকে ৫ উইকেট নিয়ে চমক দেখিয়েছিলেন। কিন্তু আফিফের শক্তির জায়গা যে ব্যাটিং তা প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের পর থেকে দেখাচ্ছেন। আফিফের দুর্দান্ত ব্যাটিংয়ে পূর্বাঞ্চল ৪ উইকেটে করেছে ২৯০ রান। প্রথম ইনিংস দক্ষিণাঞ্চল করেছিল ২৯৬ রান। আফিফ ছাড়াও ৯৮ রান করেছেন তাসামুল। মাত্র দুই রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন পূর্বাঞ্চলের এই ব্যাটসম্যান। নাঈম ও শান্তর সেঞ্চুরিতে ভালো অবস্থানে রয়েছে উত্তরাঞ্চল। মধ্যাঞ্চল তাদের প্রথম ইনিংসে করেছিল মাত্র ১৮১ রান। উত্তরাঞ্চলেরও ১০৪ রানে পড়ে গিয়েছিল ৪ উইকেট। কিন্তু সেখান থেকে শান্তকে নিয়ে লড়াই শুরু করেন। তারা দুজন মিলে গড়েন ১৯৭ রানের জুটি। শান্ত ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে ১৪২ বলে করেছেন ১২৩ রান। ১৮টি বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি। তবে ১৩৩ রানে অপরাজিত রয়েছেন নাঈম ইসলাম। এখন তার সামনে ডাবল সেঞ্চুরির হাতছানি।

সর্বশেষ খবর