বুধবার, ১ মার্চ, ২০১৭ ০০:০০ টা
ঢাকায় ওয়ার্ল্ড হকি লিগ-২

লক্ষ্য পূরণ হবে কি জিমিদের

ক্রীড়া প্রতিবেদক

লক্ষ্য পূরণ হবে কি জিমিদের

রাসেল মাহমুদ জিমিদের লক্ষ্য ওয়ার্ল্ড হকি লিগের পরবর্তী রাউন্ড খেলা। কাজটা যে খুব একটা কঠিন তাও বলা যাবে না। ৪ মার্চ ঢাকায় শুরু হচ্ছে ওয়ার্ল্ড হকি লিগের দ্বিতীয় রাউন্ড। দুই গ্রুপে বিভক্ত হয়ে আটটি দল অংশ নিচ্ছে। বাংলাদেশের গ্রুপে ফিজি, ওমান ও মালয়েশিয়া। অন্য গ্রুপে চীন, মিসর, ঘানা ও শ্রীলঙ্কা। টুর্নামেন্টে গ্রুপের শীর্ষ চার দল সেমিফাইনালে লড়বে। ফাইনাল যাওয়া মানেই রাউন্ড থ্রির টিকিট পেয়ে যাওয়া। কিন্তু জিমিদের লক্ষ্য পূরণ হবে কী? গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল কানাডা। তারা নিরাপত্তার অজুহাত দেখিয়ে নাম প্রত্যাহার করে নিয়েছে। তাদের বদলে মালয়েশিয়া খেলছে। কানাডার তুলনায় মালয়েশিয়া আরও শক্তিশালী। ওমানও কম যায় না। ফিজির বিপক্ষে বাংলাদেশ জিতবে এই প্রত্যাশা করা যায়। তাহলে কি ঘরের মাটিতে খেলেও বাংলাদেশের আশা পূরণ হবে না? গ্রুপে চ্যাম্পিয়ন না হোক অবশ্যই রানার্সআপ হওয়ার সামর্থ্য রয়েছে জিমিদের। প্রায় এক মাস ধরে জার্মান কোচ অলিভার কার্টেজের অধীনে বাংলাদেশ প্রশিক্ষণ করছে। কিন্তু ঘানার বিপক্ষে দুই প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের পারফরম্যান্স ছিল হতাশাজনক। প্রথম ম্যাচে ২-০, পরের ম্যাচে ২-২ ড্র করে। অবশ্য দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ বেশ গুছিয়ে খেলে। এই ফল জিমিদের সতর্ক করার জন্য যথেষ্ট। কেননা মালয়েশিয়া শক্তিশালী তো বটেই ওমানকেও হালকা চোখে দেখা যাবে না। অবশ্য প্রস্তুতি ম্যাচে যেসব পজিশনে ঘাটতি ধরা পড়েছে তা নিশ্চয়ই কোচ পূরণ করে ফেলবেন। প্রধান নির্বাচক কামরুল ইসলাম কিশমত বলেন, দল প্রায় চূড়ান্ত। বুধবার অথবা বৃহস্পতিবার ২৮ সদস্যর চূড়ান্ত দল ঘোষণা হবে।

সর্বশেষ খবর