শিরোনাম
শুক্রবার, ৩ মার্চ, ২০১৭ ০০:০০ টা

রিয়ালকে টপকে শীর্ষে বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক

রিয়ালকে টপকে শীর্ষে বার্সেলোনা

গোলের পর শূন্যে লাফিয়ে এভাবেই উচ্ছ্বাস প্রকাশ করেন বার্সেলোনার তারকা লুইস সুয়ারেজ —এএফপি

স্প্যানিশ লা লিগায় প্রথম সপ্তাহটা শীর্ষেই ছিল বার্সেলোনা। তবে এরপর থেকে শীর্ষে উঠার জন্য শত চেষ্টা করেও সফল হয়নি। বেশিরভাগ সময় রিয়াল মাদ্রিদই ধরে রেখেছিল লা লিগার শীর্ষস্থান। দীর্ঘদিন পর লা লিগায় নিজেদের শীর্ষে তুললেন লিওনেল মেসিরা। বুধবার গভীর রাতে এমএসএনের দুরন্ত ফুটবলে স্পোর্টিং গিজনকে ৬-১ গোলে উড়িয়ে শীর্ষে উঠেছে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদ ৩-৩ গোলে লা পালমার সঙ্গে ড্র করায় আপাতত শীর্ষস্থানটা কাতালানদের জন্যই বরাদ্দ থাকল। তবে এক ম্যাচ কম খেলায় রিয়ালের সামনে শীর্ষে উঠার সুযোগ রয়েছে। ২৫ ম্যাচে ৫৭ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা। ২৪ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়াল মাদ্রিদের অবস্থান।

স্পোর্টিং গিজনের বিপক্ষে গোল উৎসবের প্রস্তুতি নিয়েই যেন মাঠে নেমেছিল বার্সেলোনা। ন্যু ক্যাম্পে ম্যাচের নবম মিনিটেই আর্জেন্টাইন তারকা মাসকারেনোর বাতাসে উড়ানো শটে বল পেয়ে হেডে দুর্দান্ত গোল করেন লিওনেল মেসি। বার্সেলোনার অব্যাহত আক্রমণের মুখে স্পোর্টিং গিজনের হুয়ান রদ্রিগেজ আত্মঘাতী গোল করে মেসিদের এগিয়ে দেন ২-০ ব্যবধানে। এরপর সুয়ারেজ (২৭), আলকাসের (৪৯), নেইমার (৬৬) ও রাকিটিচ (৮৭) গোল করেন। অসাধারণ এ জয় শিরোপার পথে অনেকটাই এগিয়ে দিল কাতালানদের। চলতি মৌসুমে লা লিগায় মোট ৭১ গোল করল বার্সেলোনা। বিপরীতে গোল হজম করেছে ২১টি। অন্যদিকে রিয়াল মাদ্রিদ চলতি মৌসুমে লা লিগায় ৬৩টি গোল করেছে। গোল হজম করেছে ২৫টি। জিদানের শিষ্যরা বুধবার বার্সেলোনার জয়ের খবর পেয়েই মাঠে নেমেছিল। তবে লা পালমাসের সঙ্গে পারল না তারা।  ৩-৩ গোলের ড্রয়ে দুই পয়েন্ট হারিয়ে লা লিগার পয়েন্ট তালিকায় এক ধাপ নিচে নেমে গেল জিদানের শিষ্যরা। গেরেথ বেলে ম্যাচের ৪৭তম মিনিটে লাল কার্ড দেখায় ১০ জনে পরিণত হলে বিপদেই পরে যায় লস ব্ল্যাঙ্কোসরা। পরাজয়ের শঙ্কা চেপে ধরে তাদের। ইসকোর গোলে ম্যাচের ৮ম মিনিটেই এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে ট্যানা (১০), ভিয়েরা (৫৬) ও বোয়েটাঙের গোলে লা পালমা ৩-১ গোলে এগিয়ে যায় এক সময়। পরাজয়ের শঙ্কা থেকে রিয়াল মাদ্রিদকে উদ্ধার করেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তিনি ৮৬ ও ৮৯ মিনিটে দলের পক্ষে দুটি গোল করেন। এই নিয়ে লা লিগায় ১৮ গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ২১ গোল করে শীর্ষে আছেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ১৯ গোল নিয়ে দুই নম্বরে আছেন লুইস সুয়ারেজ। এদিকে রিয়াল মাদ্রিদ ড্র করলেও বুধবার একটা রেকর্ড নিজেদের করে নিয়েছে। ১৯৪৪ সালে টানা ৪৪ ম্যাচে গোল করার রেকর্ড গড়েছিল বার্সেলোনা। রিয়াল মাদ্রিদ টানা ৪৫ ম্যাচে গোল করে রেকর্ডটা নিজেদের করে নিল।

সর্বশেষ খবর