শিরোনাম
শুক্রবার, ৩ মার্চ, ২০১৭ ০০:০০ টা
বিটিআই ওপেন

চ্যাম্পিয়ন ভারতের উদয়ন মানি

ক্রীড়া প্রতিবেদক

চ্যাম্পিয়ন ভারতের উদয়ন মানি

বিটিআই ওপেনের শিরোপা জিতেছেন ভারতের তারকা গলফার উদায়ন মানি। যৌথভাবে রানারআপ হয়েছেন কলিন যোশি, আমান রাজ ও হরেন্দ্র গুপ্ত। পারের চেয়ে তিন শট বেশি খেলে সেরা অ্যামেচার গলফারের পুরস্কার পেয়েছেন বাংলাদেশের মোহাম্মদ রাসেল। বাংলাদেশের সেরা গলফার হয়েছেন মোহাম্মদ নাজিম। পিজিটিআই ট্যুরের এই টুর্নামেন্টে গতকাল শেষ রাউন্ডে পারের চেয়ে মোট ৪ শট কম খেলে নবম হয়েছেন তিনি। বিটিআই ওপেনের গত আসরে চ্যাম্পিয়ন হয়েছিলেন বাংলাদেশের তারকা গলফার সিদ্দিকুর রহমান। কিন্তু ব্যক্তিগত কাজে এবার অস্ট্রেলিয়ায় থাকার কারণে এই টুর্নামেন্টে অংশ নিতে পারেননি তিনি। স্থানীয় অন্য গলফাররাও সুবিধা করতে পারেননি। বাংলাদেশ প্রোফেশনাল গলফারস অ্যাসোসিয়েশনের (বিপিজিএ) আয়োজনে কুর্মিটোলা গলফ কোর্সে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে গতকাল চতুর্থ ও শেষ রাউন্ডে পাড়ের চেয়ে দুই শট কম খেলেছেন চ্যাম্পিয়ন উদায়ন মানি। চার রাউন্ড মিলে মোট ১২ শট কম (২৭৬ শট) খেলে শিরোপা জিতেছেন। প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, ‘কুর্মিটোলা গলফ কোর্স দেখতে ছোট। কিন্তু এই কোর্সে খেলা অনেক চ্যালেঞ্জিং। একটু ভুল করলেই পড়তে হয় বিপদে। কন্ডিশন খুবই চমৎকার। শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পেরে আমি ভীষণ খুশি।’ রানারআপ কলিন যোশি, আমান রাজ ও হরেন্দ্র গুপ্ত পারের চেয়ে সব মিলে ৮ শট কম খেলেছেন। পারের চেয়ে ৭ শট করে কম খেলে যৌথভাবে পঞ্চম হয়েছেন ভারতের দুই গলফার অজিতেশ সান্ধু ও শামীম খান। ৫ শট কম খেলে যৌথভাবে সপ্তম হয়েছেন ওয়াসিম খান ও গৌরব প্রতাব। গতকাল চমক দেখিয়েছেন বাংলাদেশের দুই গলফার জামাল হোসেন মোল্লা ও নুর জামাল। দুজনই শেষ রাউন্ডে পারের চেয়ে ৫ শট কম খেলেছেন। উভয়ই ৩০তম স্থান থেকে ১৩তম অবস্থানে উঠে টুর্নামেন্ট শেষ করেছেন। চার রাউন্ড মিলে তারা পারের চেয়ে ৩ শট করে কম  খেলেছেন। ১৩তম স্থানে রয়েছেন বাংলাদেশের আরেক তারকা গলফার সাখাওয়াত হোসেন সোহেল। গতকাল বিকালে কুর্মিটোলা গলফ ক্লাবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন উদায়ন মানির হাতে ৭ লাখ ২০ হাজার টাকার চেক ও ট্রফি তুলে দেওয়া হয়। গতকাল সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল এ কে এম আবদুল্লাহিল বাকী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, বাংলদেশ গলফ ফেডারেশন।

সর্বশেষ খবর