শুক্রবার, ৩ মার্চ, ২০১৭ ০০:০০ টা

বার্সা ছাড়ছেন এনরিকে

ক্রীড়া ডেস্ক

পেপ গার্ডিওলার যোগ্য উত্তরসূরি লুইস এনরিকে। বার্সেলোনায় নিজের প্রথম মৌসুমটা অসাধারণ কাটিয়েছিলেন এনরিকে। এক সময় বার্সেলোনায় পরস্পরের সতীর্থ ছিলেন এনরিকে ও গার্ডিওলা। দুজনই ছিলেন মিডফিল্ডার। ঠিক জাভি-ইনিয়েস্তার মতোই। এরপর কোচ হিসেবেও দুজন সফলতা পেয়েছেন ক্লাবে। তবে সময় এলে যেমন সবাই বিদায় নেয় তেমনি এনরিকেও বিদায়ের ঘোষণা দিয়েছেন। চলতি মৌসুম শেষে বার্সেলোনার কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন লুইস এনরিকে। তিনি বলেন, ‘আগামী মৌসুমে আমি আর বার্সেলোনায় কোচের দায়িত্ব পালন করছি না।’ এনরিকের এই ঘোষণা ক্লাবও গ্রহণ করে নিয়েছে। প্রেসিডেন্ট বার্তোমিউ বলেছেন, ‘আমরা কোচের সিদ্ধান্তকে সম্মান জানাই। ভালোভাবেই আমরা এটা সমাধান করতে চাই।’ স্পোর্টিং গিজনের বিপক্ষে ৬-১ ব্যবধানে জেতা ম্যাচ শেষে অবাক করা এই ঘোষণা দেন এনরিকে। বার্সেলোনার কোচ হিসেবে তিনটি অসাধারণ মৌসুম কাটানোর পর শেষ হচ্ছে এনরিকে অধ্যায়। ২০১৪ সালের জুনে বার্সেলোনার কোচ হিসেবে যোগ দেওয়ার পর প্রথম মৌসুমেই দলকে ট্রেবল জেতান এনরিকে। তার অধীনে পরের মৌসুমে ঘরোয়া ফুটবলের ডাবল জেতে দলটি। এনরিকের অধীনে এ পর্যন্ত মোট আটটি শিরোপা জেতা বার্সেলোনা এবারও কোপা দেল রে কাপের ফাইনালে উঠেছে। লা লিগার শিরোপা ধরে রাখার দৌড়েও ভালোভাবেই টিকে আছে। তবে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়ার শঙ্কায় কাতালান ক্লাবটি। শেষ ষোলোর প্রথম লেগে পিএসজির মাঠে ৪-০ গোলে হেরে যাওয়ায় বহুদিন পর কোয়ার্টার ফাইনালের আগেই বিদায়ের দ্বারপ্রান্তে তারা। ৪৬ বছর বয়সী স্পেনের সাবেক মিডফিল্ডার লুইস এনরিকে ১৯৯৬ থেকে ২০০৪ সালে অবসর নেওয়ার আগ পর্যন্ত বার্সেলোনায় খেলেন। ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত বার্সেলোনা ‘বি’ দলের কোচ হিসেবে কাজ করার পর রোমা ও সেল্টাভিগোর প্রধান কোচের দায়িত্ব পালন করেন। তারপরই তিন মৌসুমের চুক্তিতে বার্সেলোনা মূল দলের দায়িত্ব নেন। এই মৌসুম শেষেই তার       চুক্তি শেষ হতো।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর