রবিবার, ৫ মার্চ, ২০১৭ ০০:০০ টা

হার দিয়ে শুরু

রাশেদুর রহমান

হার দিয়ে শুরু

মওলানা ভাসানী স্টেডিয়ামে ওয়ার্ল্ড হকি লিগে মালয়েশিয়ার আক্রমণ রুখে দেওয়ার চেষ্টা বাংলাদেশের। তবে জিমিদের হেরেই মাঠ ছাড়তে হয়েছে —রোহেত রাজীব

পল্লীবধূ কলসি কাঁখে পানি আনতে যাচ্ছে নদীর ঘাটে। নতুন ধান কাড়তে বসেছে মেয়েরা। চা পাতা তুলতে ব্যস্ত সবাই। উপজাতি মেয়েরা আপন আনন্দে মেতে উঠেছে নৃত্যে।  আবহমান কাল থেকে গ্রাম বাংলার ঐতিহ্যকে ফুটিয়ে তোলার একটি সুন্দর প্রয়াস। গতকাল মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের টার্ফে বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টসের (বাফা) মেয়েরা ইতিহাস-ঐতিহ্যের উপস্থাপনা করেছে বাদ্যের তালে তালে নাচের ছন্দে। ওয়ার্ল্ড হকি লিগ দ্বিতীয় রাউন্ডের ঢাকা পর্বের উদ্বোধন হয়েছে গতকাল। বিকাল সাড়ে তিনটায় প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিকালে উদ্বোধন হলেও ওয়ার্ল্ড হকি লিগ দ্বিতীয় রাউন্ডের ঢাকাপর্ব শুরু হয়েছে গতকাল সকাল থেকেই। তবে স্বাগতিক বাংলাদেশ খেলতে নেমেছে বিকালে। প্রতিপক্ষ শক্তিশালী মালয়েশিয়া। র‌্যাঙ্কিংয়ের ১৩ নম্বরে থাকা মালয়েশিয়ার বিপক্ষে আকাশ-কুসুম স্বপ্ন ছিল না বাংলাদেশের। পুল ‘এ’র প্রথম ম্যাচে গতকাল ৩-০ গোলে মালয়েশিয়ার কাছে হেরেও তাই তৃপ্তির ঢেঁকুর তুলছেন বাংলাদেশ দলের জার্মান কোচ অলিভার কার্টেজ। ম্যাচ শেষে সাংবাদিকদের বললেন, ‘আমি মনে করি ছেলেরা ভালো খেলেছে। বিশেষ করে দ্বিতীয়ার্ধে আমরা অনেক উন্নতি করেছি।’ কোচের বক্তব্যের প্রমাণ অবশ্য জিমিরা মাঠে দিয়েছেন। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই বাংলাদেশের সাঁড়াশি আক্রমণ সামলাতে ব্যস্ত হয়ে পড়েন মালয়েশিয়ার ডিফেন্ডাররা। জিমি-রোমান-সারোয়ারদের পর পর বেশ কয়েকটা আক্রমণ রুখে দেয় মালয়েশিয়া। তবে ম্যাচে বাংলাদেশের ক্রমোন্নতি ঠিকই চোখে পড়ছিল। প্রথম কোয়ার্টারের এলোমেলো খেলাটা অনেক গোছানো হয়ে উঠে। নিজেদের মধ্যে বোঝাপড়াটাও বেড়ে যায়। দীর্ঘ দুই মাসের অনুশীলন আর প্রস্তুতি ম্যাচগুলো অনেকটা গুছিয়ে তুলেছে বাংলাদেশ দলকে। কোচ অলিভারের বক্তব্য অবশ্য, আরও উন্নতি করতে হবে দলকে। তিনি বলেন, ‘আমরা ম্যাচের ভিডিও বিশ্লেষণ করব। এর মধ্য থেকে ভুলগুলো খুঁজে বের করে সংশোধনের চেষ্টা করব।’ ম্যাচের চতুর্থ মিনিটেই মালয়েশিয়ার জলিল মারহান গোল করলে অনেকটা চাপে পড়ে যায় বাংলাদেশ। তবে প্রথম কোয়ার্টারে আর কোনো গোল হয়নি। দ্বিতীয় কোয়ার্টারে বাংলাদেশ দারুণ খেললেও মালয়েশিয়া আরও একটি গোল পায় পিসি থেকে। রহিম রাজির গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় মালয়েশিয়া। বাংলাদেশ ম্যাচের ২৮তম মিনিটে দারুণ একটা সুযোগ পায়। পিসি পেয়েও গোল করতে ব্যর্থ হন জিমিরা। সারোয়ার সুযোগটা হারালেও বাংলাদেশের দুরন্ত খেলা উপভোগ করতে থাকেন দর্শকরা। তবে শেষ কোয়ার্টারে আরও একটা গোল করে মালয়েশিয়াকে ৩-০ ব্যবধানের জয় এনে দেন নিক রোসেমি আইমান। ওয়ার্ল্ড র‌্যাঙ্কিংয়ের ১৩ নম্বর দল মালয়েশিয়া। তাদের বিপক্ষে ইঞ্চন এশিয়ান গেমসে ৫-১ গোলে হেরেছিল বাংলাদেশ। গতকালের পরাজয়টা তাই তেমন একটা ভাবায়নি কোচসহ অন্যদের। এ পরাজয়ে বাংলাদেশের জন্য পুল ‘এ’তে রানার্সআপ হওয়াটাও কঠিন হয়ে গেল। ফিজি এবং ওমানের বিপক্ষে বড় ব্যবধানেই জিততে হবে জিমিদের। আজ বিকালে বাংলাদেশ মুখোমুখি হচ্ছে ফিজির। মঙ্গলবার মুখোমুখি হবে ওমানের। সামনের দুই ম্যাচে ভালো করার প্রত্যয় ব্যক্ত করেছেন কোচ অলিভার কার্টেজ। অন্যদিকে প্রত্যাশিত জয়ে এক ধাপ এগিয়ে গেল মালয়েশিয়া। পুল ‘এ’তে চ্যাম্পিয়ন হওয়ার পথেই ছুটছে তারা। গতকাল বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচের আগে ওয়ার্ল্ড হকি লিগ দ্বিতীয় রাউন্ডের ঢাকাপর্ব উদ্বোধন করেন হাসানুল হক ইনু।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর