সোমবার, ৬ মার্চ, ২০১৭ ০০:০০ টা

বেঙ্গালুরুর নিয়ন্ত্রণে অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক

মাত্র ২৪ ঘণ্টার পার্থক্য। তাতেই ভারতীয় বোলাররা মুদ্রার উল্টো পিঠটা দেখে ফেললো। আগের দিন বেঙ্গালুরুর উইকেটে যে ঘূর্ণনের সৃষ্টি করেছিলেন নাথান লিয়ন, সেই উইকেটেই ভারতীয়দের দুই স্পিন মাস্টার রবীচন্দন অশ্বিন ও রবীন্দ্র জাদেজাকে নির্বিষ বানিয়ে ফেলেন ডেভিড ওয়ার্নার, ম্যাট রেনশ, শ্যন মার্শরা। স্বাগতিকদের বোলিংকে নখদন্তহীন বানিয়ে দ্বিতীয় দিন ৬ উইকেটে ২৩৭ রান তুলে শেষ করেছে সফরকারী অস্ট্রেলিয়া। একই সঙ্গে ৪৮ রানে এগিয়ে থেকে টেস্টের রশিটাও ধরে ফেললো বিশ্বচ্যাম্পিয়নরা! পুনে টেস্টে ভারতীয়দের বিশ্বখ্যাত ব্যাটিং লাইন নিয়ে রীতিমতো ছেলেখেলা খেলেছিলেন বাঁ হাতি স্পিনার ও’কিফে। কিফের ঘূর্ণিতে ১০৫ ও ১০৭ রানে গুটিয়ে গিয়েছিল ভারত। এবার বেঙ্গালুরুতে ১৮৯ রানে গুটিয়েছে লিয়নের স্পিনে। অথচ সিরিজ শুরুর আগে ভারতীয়দের সে কি হম্বিতম্বি! সাবেক ক্রিকেটার হরভজন সিং আগাম বলেই দিয়েছিলেন সিরিজের ব্যবধান হবে ৪-০! যদি অস্ট্রেলিয়া খুব ভালো খেলে, তাহলে ব্যবধান কমে ৩-০ হবে। শুধু এটুকুই বলেই থেমে ছিলেন না, বলেছিলেন অস্ট্রেলিয়ায় ভালো কোনো স্পিনার নেই যারা ভারতের ২০ উইকেট নিতে পারবে! সেই ভারত এখন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে অসি দুই স্পিনারের বিপক্ষে। বেঙ্গালুরু টেস্টের প্রথম দিনেই লিয়নের স্পিনে বিধ্বস্ত হওয়ার পর অনেকেই ভেবেছিলেন দ্বিতীয় দিন ঘুরে দাঁড়াবে ভারত। কিন্তু কোথায় কী? বরং ডেভিড ওয়ার্নার, ম্যাট রেনশ, শ্যন মার্শদের দৃঢ়তায় দ্বিতীয় দিনটি নিজেদের করে নিয়েছে। তবে এটা সত্যি, ঈশান্ত শর্মা, উমেশ যাদব, রবীচন্দন অশ্বিন, রবীন্দ্র জাদেজারা চেষ্টার সর্বোচ্চটাই করেছেন। কিন্তু পারেননি। বরং পাল্টা আক্রমণে গুটিয়ে গেছেন। এরমধ্যেই একটু উজ্জ্বল ছিলেন জাদেজা ৩ উইকেট নিয়ে। শুরুতে দুই ওপেনার ওয়ার্নার ও রেনশ ৫২ রানের শক্ত ভিত দেন। সেখানে দাঁড়িয়ে অপরাপর অসি ব্যাটসম্যানরা দলের ইনিংসকে এগিয়ে নিয়ে গেছেন। ওয়ার্নার ৩৩ রান করেন। তরুণ রেনশ ৬০ রানের প্রত্যয়ী ইনিংস খেলেন ১৯৫ বলে ৫ চার ও ১ ছক্কায়। এতটাই ধৈর্যের ইনিংস খেলেন রেনশ, যে স্ট্রাইকরেট ছিল মাত্র ৩০.৬১। শেষ দিকে শ্যন মার্শও ছিলেন ধৈর্যের প্রতীক। ৬৬ রানের ইনিংসটি খেলতে বল খরচ করেন ১৯৭টি।

সর্বশেষ খবর