শিরোনাম
শুক্রবার, ১০ মার্চ, ২০১৭ ০০:০০ টা

ছয় বলে ৬ ছক্কা মিসবাহর

ক্রীড়া ডেস্ক

ছয় বলে ৬ ছক্কা মিসবাহর

স্যার গ্যারি সোবার্স টানা ছয় ছক্কা মেরেছেন কাউন্টি ক্রিকেটে। ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপে টানা ছয় ছক্কা হাঁকিয়েছিলেন যুবরাজ সিং। মজার বিষয় হচ্ছে, সবাই ছক্কা মারেন তরুণ বয়সে। সবাইকে টেক্কা দিয়েছেন পাকিস্তানের মিসবাহ উল হক। বয়স ৪২। অথচ ক্রিকেট খেলে চলেছেন তরুণদের মেজাজে। হংকং টি-২০ ব্লিটজে হাং হোম জাগুয়ার্সের বিপক্ষে টানা ছয় ছক্কা হাঁকিয়েছেন মিসবাহ। হংকং লিগে তিনি খেলেন হংকং আইল্যান্ড ইউনাইটেডের পক্ষে। তার দল ম্যাচটি জিতেছে ৩৩ রানে। দলটির অধিনায়ক মিসবাহ। টস হেরে ব্যাট করে আইল্যান্ড ইউনাইটেড। চার নম্বর পজিশনে ব্যাট করতে নেমে চতুর্থ উইকেটে মুনির দারের সঙ্গে ৬৮ রানের জুটি গড়েন তিনি। এরপর জুটি গড়েন স্বদেশি সাঈদ আজমলের সঙ্গে। এ সময়ই টানা ছয় ছক্কা মারেন মিসবাহ। তবে এক ওভারে ছয় ছক্কা মারেননি। ১৯ ও ২০ নম্বর ওভারে ছয়টি ছক্কা হাঁকান তিনি। ইনিংসের ১৯ নম্বর ওভারের পঞ্চম ও ষষ্ঠ বলে ছক্কা মারেন। ২০ নম্বর ওভারের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে টানা চার ছক্কা মারেন। সব মিলিয়ে পাকিস্তানের অধিনায়ক টানা ছয় ছক্কা হাঁকান। ৮২ রানের অপরাজিত ইনিংস খেলেন মাত্র ৩৭ বলে। তার বিধ্বংসী ব্যাটিংয়ে আইল্যান্ড ইউনাইটেডের সংগ্রহ ছিল ২০ ওভারে ৬ উইকেটে ২১৬ রান। জবাবে জাগুয়ার্সের ইনিংস থেমে যায় ১৮৩ রানে। বয়সে বুড়িয়ে গেলেও তারুণ্যের মানসিকতা তাকে এ  পর্যায়ে নিয়ে এসেছে!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর