সোমবার, ১৩ মার্চ, ২০১৭ ০০:০০ টা

ইনজুরিতে পড়লেন নেইমার

ক্রীড়া ডেস্ক

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস গড়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বার্সেলোনা। অসাধারণ এ কীর্তির মহান নায়ক ছিলেন ব্রাজিলিয়ান তারকা। মেসির পাশাপাশি তিনিও ছিলেন আপন আলোয় উজ্জ্বল। তবে বার্সেলোনা ভক্তদের জন্য দুঃসংবাদ। ইনজুরিতে আক্রান্ত হয়েছেন নেইমার। এর ফলে স্প্যানিশ লা লিগায় দিপোর্তিভো লা করোনার বিপক্ষে দারুণ ফর্মে থাকা এই ব্রাজিলিয়ান তারকাকে ছাড়াই খেলতে হয়েছে বার্সেলোনাকে। গত শনিবার ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে নেইমারের অ্যাবডাক্টর পেশিতে আঘাত পাওয়ার খবর জানায় বার্সেলোনা। এ কারণে এ দিন দলের সঙ্গে অনুশীলনও করেননি তিনি। গত রাতে মাঠে নামতে না পারলেও পরের ম্যাচে দলের সঙ্গে থাকতে পারেন তিনি। ইনজুরি ততোটা গুরুতর নয় বলেই মনে করছে ক্লাব। অবশ্য নেইমারের দ্রুত মাঠে ফেরাটা জরুরিই বার্সেলোনার জন্য। আগামী সপ্তাহেই বার্সেলোনাকে কঠিন পরীক্ষা দিতে হবে ভ্যালেন্সিয়ার বিপক্ষে। লা লিগায় শীর্ষস্থান ধরে রাখার জন্য এই ম্যাচ জয়ের কোনো বিকল্প নেই। প্রতিপক্ষ হিসেবে ভ্যালেন্সিয়া খুবই ভয়ঙ্কর। এই তো কয়েক সপ্তাহ আগে রিয়াল মাদ্রিদকে হারিয়েছে ভ্যালেন্সিয়া। এ পরাজয়ই রিয়াল মাদ্রিদকে শীর্ষস্থান থেকে নামিয়ে দিয়েছে। বার্সেলোনারও ভয় পাওয়ার যথেষ্ট কারণ রয়েছে। নেইমারের ইনজুরি মুক্ত হওয়াটা এ কারণেই খুব প্রয়োজন কাতালানদের!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর