সোমবার, ১৩ মার্চ, ২০১৭ ০০:০০ টা

ভেস্তে যাচ্ছে পিসিবির স্বপ্ন

ক্রীড়া ডেস্ক

শান্তিপূর্ণভাবে লাহোরে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ফাইনাল হওয়ার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড আশায় ছিল এবার আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনে কোনো বাধা থাকবে না। এরপরও ফাইনালের নিরাপত্তা নিয়ে সৃষ্টি হয়েছে নানা বিতর্ক। খেলা শুরুর আগে ওই দিনই কড়া নিরাপত্তার মধ্যে খেলোয়াড়দের ড্রেসিংরুমে ঢুকে পড়েছিলেন অপরিচিত এক দর্শক। পাকিস্তানের গণমাধ্যমে এই সংবাদ প্রকাশ না হলেও তা গোপন রাখতে পারেনি। কেননা এই তথ্য ফাঁস করে দিয়েছেন বিদেশি ক্রিকেটার ডেভিড মালান। তিনি জানান, পাকিস্তানি সবুজ পোশাক পরা এক দর্শককে দেখলাম সাজঘরে ঢুকছেন। প্রথমে ভেবেছিলাম টুর্নামেন্টের দায়িত্বে থাকা কোনো কর্মকর্তা হবেন। কিন্তু তার আচরণ সন্দেহজনক হওয়ায় নিরাপত্তা রক্ষীদের দৃষ্টি আকর্ষণ করলে তাত্ক্ষণিকভাবে সেখান থেকে তাকে সরিয়ে নেওয়া হয়। প্রশ্ন উঠেছে এমন কড়া নিরাপত্তা থাকার পরও অচেনা লোক সাজঘরে প্রবেশ করে কীভাবে? পিএসএল নিরাপত্তা প্রধান মোহাম্মদ আজম খান বলেন, এটা আসলেই ভাববার বিষয়। এটা এমন সময় হয়েছে যখন ম্যাচের উত্তেজনা ছিল তুঙ্গে। তবে এই ঘটনায় নতুন করে হুমকির মধ্যে পড়েছে পিসিবি। তারা পাকিস্তানে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করার যে স্বপ্ন দেখছিলেন তা হয়তো ভেস্তে যাচ্ছে।

সর্বশেষ খবর