সোমবার, ১৩ মার্চ, ২০১৭ ০০:০০ টা

ব্রাজিলের বিপক্ষে লড়বে জার্মানি

ক্রীড়া ডেস্ক

২০১৮ সালে রাশিয়ায় বিশ্বকাপ চূড়ান্তপর্ব এখনো নিশ্চিত করতে পারেনি বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। তবে দেশটি যে চূড়ান্তপর্বে উঠবে এ নিয়ে কারও সংশয় নেই। তাই শিরোপা ধরে রাখতে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন জানায়, আগামী বছরের ২৩ মার্চ তারা ২০১০ বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে প্রীতিম্যাচ খেলবে। চার দিন পর বার্লিনে লড়বে সর্বোচ্চ পাঁচবার বিশ্বজয়ী ব্রাজিলের বিপক্ষে। ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালের পর দুই দল আর মুখোমুখি হয়নি। বার্লিনেই তাদের সাক্ষাৎ হবে। মারাকানায় সেই সেমিফাইনালে ৭-১ গোলে হারিয়ে ব্রাজিলকে কাঁদিয়ে ছিল জার্মানি। জার্মান ফুটবল সভাপতি রাইন হার্ড গ্রিনডেন স্পেন ও ব্রাজিলের দুটি প্রীতিম্যাচ নিয়ে দারুণ উচ্ছ্বসিত। তার বিশ্বাস, রাশিয়া বিশ্বকাপের উন্মাদনার আঁচ কিছুটা হলেও দেবে প্রীতিম্যাচ দুটি।

সর্বশেষ খবর